Vinesh Phogat. (Photo Credits: X)

প্যারিসে অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য পারফরম্যান্স ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের ( (Vinesh Phogat)। টোকিও অলিম্পিককে সোনা জয়ী, দু বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর, আরও একটা দারুণ দ্বৈরথে জিতে এবার শেষ চারে উঠলেন ভিনেশ ফোগাত। অলিম্পিকে তার প্রথম পদক জেতা থেকে আর একটা জয় দূরে ভিনেশ। মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচের বিরুদ্ধে ভিনেশ জিতলেন ৭-৫। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকি ও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকির বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দেন ভিনেশ। যে সুসাকি এর আগে কখনও আন্তর্জাতিক কুস্তির কোনও ম্যাচে হারেননি। সাক্ষী মালিকের পর দেশের দ্বিতীয় মহিলা হিসেবে অলিম্পিক কুস্তিতে পদক জয়ের হাতাছানি হরিয়ানার দঙ্গল গার্লের সামনে। ক মাস আগেও বিজেপির প্রাক্তন সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ওঠার পর আন্দোলনে নেমে পুলিশের লাঠি খেয়েছিলেন ভিনেশ।

সেমিফাইনালে বিনেশের প্রতিপক্ষ কিউবার ইউসনেসি গাজম্যান। যিনি প্যান আমেরিকা গেমসে সোনা জয়ী। সেখানে বিনেশ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ জিতেছেন। ভারতীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ভিনেশের ফাইনালে ওঠার ম্যাচ অনুষ্ঠিত হবে। কুস্তিতে দুটি ব্রোঞ্জ থাকলেও সেমিফাইনালে হারলেও পদক নিশ্চিত হয় না।

দেখুন খবরটি

ভিনেশের এশিয়ান গেমসে একটি সোনা, একটা ব্রোঞ্জ আছে। পাশাপাশি হরিয়ানার ২৯ বছরের কুস্তিগীরের তিনটি কমনওয়েলথ গেমসে সোনাও আছে। এবার অলিম্পিক পদক জয়ের খুব কাছে ভিনেশ।

বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থা কাণ্ডে প্রতিবাদে গর্জে ওঠা ভিনেশের একটা সময় প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে বড় রকমের অনিশ্চয়তা ছিল। কিন্তু চোট সারিয়ে দারুণভাবে ফিরে এসে প্যারিসের টিকিট কেটেছিলেন ভিনেশ।