পার্ল, ১৯ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (India vs South Afrca ODI Series 2022) প্রথম ম্যাচে লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামল ভারত। পার্লে হতে চলা এই ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। পার্লে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। গত বছর নভেম্বরে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। তিনটি আন্তর্জাতিক টোয়েন্টি খেলার পর ওয়ানডে-তে অভিষেক হল তাঁর।
অন্যদিকে, ওয়ানডে-তে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলেরও অভিষেক হল এই ম্যাচে। দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে প্রথম একাদশে জায়গা হল না সূর্যকুমার যাদবের।
তিন স্পেলালিস্ট পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনারে খেলছে ভারত। তিন পেসার হিসেবে সহ অধিনায়ক বুমরার সঙ্গে থাকছেন শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার। দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন অশ্বিন, চাহাল। ফলে স্পেশালিস্ট বোলারদের দিয়েই পুরো ৫০ ওভার বল করাতে পারবেন রাহুল। সঙ্গে ভেঙ্কটেশ আইয়রকেও চাইলে ব্যবহার করতে পারবেন। আরও পড়ুন: সরাসরি কীভাবে দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
দেখুন টুইট
Temba Bavuma has won the toss and South Africa will bat in the first #SAvIND ODI in Paarl 🏏 pic.twitter.com/NyOmfAFJ7v
— ICC (@ICC) January 19, 2022
ওপেন করবেন রাহুল-শিখর ধাওয়ান। তিনে বিরাট। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করা ঋষভ পন্থ।
ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভূবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।