করোনা টিকা নেবেন না। এই জেদে অনড় সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচকে ফের ধাক্কা খেতে হল। উইম্বলডন জিতে কটা দিন বিশ্রামের পর কোর্টে নামতে চেয়ে বাধা পেলেন জকোভিচ। কানাডায় করোনা টিকা ছাড়া বিদেশীদের দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। ২১টি গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচের জন্যও নিয়মের ব্যতিক্রম হল না। কানাডায় যাওয়ার অনুমতি না পাওয়ায় মন্ট্রিয়েলে হার্ড কোর্ট টুর্নামেন্ট ন্যাশনাল ব্যাঙ্ক ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন সার্বিয়ার ৩৫ বছরের মহাতারকা টেনিস খেলোয়াড়। ১০ অগাস্ট, বুধবার থেকে কানাডার মন্ট্রিয়ালে শুরু হবে এই টুর্নামেন্ট।
করোনা টিকা না নেওয়ায় চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। তবে ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলেছেন জোকার। আগামী মাসে ইউএস ওপেনও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ আমেরিকাতে এখনও করোনা টিকা না নিলে বিদেশীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এত কিছুর পরেও জকোভিচ জেদে অনড়। করোনা টিকা তিনি নেবেন না, তাতে যদি তাঁকে খেলতে না দেওয়া হয় তাতেও তার কিছু যায় আসে না বলে জকোভিচ জানিয়েছেন। আরও পড়ুন- সুরেশ রায়না এবার ডক্টর সুরেশ রায়না
দেখুন টুইট
Novak Djokovic has withdrawn from the National Bank Open in Montreal because he is not vaccinated against COVID-19 and is therefore not allowed to enter Canada. https://t.co/BohryM7Q1j
— CP24 (@CP24) August 4, 2022
এদিকে, উইম্বলডন সেমিফাইনালের আগে মারাত্মক চোট পেয়ে নাম প্রত্যাহার করে বাধ্য হওয়া রাফায়েল নাদাল মন্ট্রিয়েল ওপেনে খেলতে চলেছেন। তবে জকোভিচ না খেলায় জোকার বনাম রাফা ম্যাচ মন্ট্রিয়েলে হওয়ার সম্ভাবনা আর থাকল না।