Chennai Super Kings in Chepauk.

সংস্কার, আধুনিকীকরণের পর দু বছর পর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। আগামী ২১ মার্চ চিপকে (এমএ চিদাম্বরম স্টেডিয়াম) ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ আয়োজিত হবে। তার আগে নতুন চিপক স্টেডিয়ামের উদ্বোধনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে থাকবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  দু বছর ধরে চেন্নাইয়ের চিপকের সংস্কারের কাজ চলে।

চিপক ওয়ানডে-র মাঠে বসে দেখার জন্য সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। টিকিটের সর্বনিম্ন দাম ১ হাজার ২০০ টাকা। মোট সাতটি দামের টিকিট থাকছে-১২০০, ১৫০০, ৩০০০, ৫০০০, ৬০০০, ৮০০০, ও ১০ হাজার টাকা। আগামী ১৩ মার্চ থেকে স্টেডিয়ামের টিকিট বিক্রি শুরু হবে। আরও পড়ুন-আইপিএলের আগে বিয়ে সারলেন তারকা ক্রিকেটার

২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষবার চিপকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিল। দু বছর পর আইপিএলে ধোনি-গড়ে হতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন পর সেখানে ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিট নিয়ে উতসাহ থাকবে। তার মধ্যে প্রথম দুটি ম্যাচে একটা ভারত, অন্যটা অস্ট্রেলিয়া জিতলে, চিপকে ফয়সালা হতে পারে সিরিজের।

দেখুন টুইট

আগামী ১৭ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলা। দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ, রবিবার অন্ধ্রপ্রদেশের কাদাপে।