আমেদাবাদ, ১৯ ফেব্রুয়ারি: আজ, শনিবার দুপুরে টুইটারে আচমকাই ট্রেন্ড করতে থাকেন ভারতের টেস্ট দলের তারকা ক্রিকেটার চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। টুইটারে ট্রেন্ড করা মানে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই সময় সবচেয়ে বেশি আলোচনা হয়। সবাইকে ছাপিয়ে কেন এখন পূজারাকে নিয়ে চর্চা। কিন্তু কেন? ক দিন আগে আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যাওয়া পূজারাকে নিয়ে কেন আলোচনা!
আসলে রঞ্জি ম্যাচে আজ মুম্বইয়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে খেলতে নেমে পূজারা শূন্য রানে আউট হয়ে যান। ফর্ম হারিয়ে পূজারা-র টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। দলে থাকতে হলে রঞ্জিতে ভাল খেলতেই হবে পূজারাকে। কিন্তু শুরুটা মোটেও ভাল হল না তাঁর। আরও পড়ুন: ১৮ বছর দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারল নিউ জিল্যান্ড
দেখুন টুইট
Cheteshwar Pujara goes for a duck against Mumbai#RanjiTrophy
— Subhayan Chakraborty (@CricSubhayan) February 19, 2022
আমেদাবাদে আয়োজিত ম্যাচে মু্ম্বইয়ের প্রথম ইনিংসে ৫৪৪ রানের জবাবে পূজারা যখন ব্যাট করতে নামেন তখন সৌরাষ্ট্রে স্কোর ৩ উইকেটে ৬২ রান। ৪ বল খেলে মুম্বইয়ের পেসার মোহিত অভিস্তের বল এলবি হয়ে যান পূজারা। এরপরই পূজারার টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। রোহিত শর্মা চোট সারিয়ে ফেরার পর পূজারার টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবেই।
দেশের হয়ে ৯৫টা টেস্ট খেলে ফেলেন পূজারা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সেভাবে রান পাননি। তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই তাঁর। গত বছর ইংল্যান্ড সফরে, দেশের মাটিতে কিউইদের বিরুদ্ধে সিরিজেও রান পাননি সৌরাষ্ট্রে তারকা ব্যাটার।