IPL 2022: আজ রাহুল বনাম হার্দিক ম্যাচে যারা জিতবে তারাই নিশ্চিত প্লে অফে
KL Rahul with teammates (Photo Credits: @BCCI/Twitter)

পুণে, ১০ মে: আজ, মঙ্গলবার আইপিএল প্লে অফের একটা স্থান পুরোপুরি ঠিক হয়ে যাবে। পুণেতে লখনৌ সুপার জায়েন্টস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচে যারাই জিতবে তারাই প্লে অফে ওঠা পুরোপুরি নিশ্চিত করবে। লোকেশ রাহুলের লখনৌ আর হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স-দুটো নতুন দলই ১১ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রেহ প্রথম দুটি স্থানে আছে। নেট রানরেটের বিচারে শীর্ষে রাহুলরা, দুই হার্দিক ব্রিগেড। পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে এই দুটো দলের প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত। কিন্তু আজ যারা জিতবে তাদের আর কার্যত নয়, পুরোপুরি প্লে অফ নিশ্চিত হবে।

চলতি আইপিএলের দু দলের মধ্যে প্রথম সাক্ষাতে লখনৌকে হারিয়েছিল গুজরাট। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে আজ, মঙ্গলবার পুণেয় হার্দিকদের বিরুদ্ধে ফেভারিট হিসেবে নামছে লখনৌ। লখনৌ তাদের শেষ চারটে ম্যাচে দুরন্ত জয়ে পেয়ে নামছে। অন্যদিকে, গুজরাট টানা দুটো ম্যাচ হেরে গিয়েছে।

চলতি আইপিএলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাত নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। লিগের শেষ দুটি ম্যাচ জিতলে শাহরুখ খানের দলের পয়েন্ট দাঁড়াবে ১৪। ১৪ পয়েন্টে এখন দাঁড়িয়ে লিগ তালিকায় তিন ও চারে আছে রাজস্থান ও বেঙ্গালুরু। প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত লখনৌ (১১ ম্যাচে ১৬) ও গুজরাটের (১১ ম্যাচে ১৬)।

দেখুন টুইট

পয়েন্ট তালিকায় কলকাতার আগে আছে দিল্লি (১১ ম্যাচে ১০), হায়দরাবাদ (১১ ম্যাচে ১০)। নেট রান রেটে কলকাতার পিছনে পঞ্জাব (১১ ম্যাচে ১০)। ৯ নম্বরে থাকা ধোনিরাও (১১ ম্যাচে ৮)-ও এখনও প্লে অফের প্রশ্নে ছিটকে যাননি। একমাত্র মুম্বই (১১ ম্যাচে ৪ পয়েন্ট) প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কলকাতার শেষ দুটি ম্যাচ হায়দরাবাদ (১৪ মে) , লখনৌ (১৮ মে)-এর বিরুদ্ধে।