অক্টোবরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্যায়ের মোট চারটি ম্যাচের আয়োজিত হবে কলকাতার ইডেন উদ্য়ানে। বিশ্বকাপে লিগের ম্যাচ ইডেনে বসে দেখতে হলে টিকিটের দাম কত হবে তা জানিয়ে দিল সিএবি। আাগমী নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইডেনে গ্যালারির টিকিটের দাম মোট চারটি স্তর থাকছে। বেশ আরামে ভাল জায়গা থেকে দেখতে হলে টিকিটের সর্বোচ্চ দাম থাকছে ৩ হাজার টাকা। আর সবচেয়ে কম ৯৫০ টাকায় দেখা যাবে টিম ইন্ডিয়ার ম্যাচ। এ ছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচে ইডেনে দেড় হাজার ও আড়াই হাজার টাকার টিকিট থাকছে।
এবারের বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশ তাদের দুটি ম্যাচ ইডেনে খেলবে। আগামী ১২ নভেম্বর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে হাই প্রোফাইল ম্যাচ ইডেন সর্বোচ্চ দামের টিকিট থাকছে ২ হাজার ২০০ টাকা। আর সবচেয়ে কম দামের টিকিট হল ৮০০ টাকা। এ ছাড়াও বাবর আজম বনাম জোস বাটলারদের ম্যাচ ইডেনে বসে দেখতে হলে ১২০০ ও দু হাজার টাকার টিকিটও থাকছে।
আগামী ৩১ অক্টোবর ইডেনে হতে চলা পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম ২ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন ৮০০ টাকা। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ সবচেয়ে কম সাড়ে ৬০০ টাকায় ইডেনের গ্যালারিতে বসে দেখা যাবে। সেমিফাইনালের একটি খেলাও হবে ইডেনে। তবে তার টিকিটের দাম এখনও ঘোষণা করা হয়নি। একমাত্র পাকিস্তান সেমিফাইনালে উঠলে তবে ভারতের ম্যাচে ইডেনে হবে। তা না হলে টিম ইন্ডিয়া তাদের সেমিফাইনমাল ম্যাচ খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। আর অপর সেমিফাইনালটি হবে কলকাতার ইডেনে।
ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ২০২৩-র ম্যাচগুলি কবে, টিকিটের দাম কত
WC 2023 Matches in Eden Gardens
২৮ অক্টোবর: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
(টিকিটের দাম: ৬৫০ টাকা, ১০০০ টাকা, ও ১৫০০ টাকা)
৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
(টিকিটের দাম: ৮০০ টাকা, ১২০০ টাকা, ২০০০ টাকা ও ২২০০ টাকা)
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
(টিকিটের দাম: ৯০০ টাকা, ১৫০০ টাকা, ২৫০০ টাকাও ৩০০০ টাকা)
১২ নভেম্বর: ইংল্যান্ড বনাম পাকিস্তান
(টিকিটের দাম: ৮০০ টাকা, ১২০০ টাকা, ২০০০ টাকা, ও ২২০০ টাকা)
১৬ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল
এখনও জানানো হয়নি।