বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইনাল মিটলেই আগামী এক মাস কোনও ম্যাচ নেই টিম ইন্ডিয়ার। আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তাবিত সিরিজ বাতিল হওয়ায় ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের পর একেবারে ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সফরের সব ম্যাচ বিনামূল্যে দেখাবে জিও সিনেমা। সাধারণ টিভিতে সরাসরি সম্প্রচার করবে দূরদর্শন।
১২ জুলাই থেকে টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সিরিজ শুরু হবে। দু ম্য়াচের টেস্ট সিরিজ দিয়ে শুরু সফর। তারপর ওয়ানডে সিরিজ, সবার শেষ রয়েছে টি-২০ সিরিজ। সফর শেষ হবে ১৩ অগাস্ট। পূর্ণশক্তিতেই টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলবে ভারত। তবে টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে কয়েকজন নতুন মুখকে নিয়ে খেলতে পারে ভারত।
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্র। তার আগে দারুণ সুযোগ ভারতীয় দলের সামনে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সুচি--
ওয়েস্ট ইন্ডিজে ভারতের দু'ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট- ১২ জুলাই থেকে শুরু
দ্বিতীয় টেস্ট- ২০ জুলাই থেকে শুরু
ওয়ানডে সিরিজ
প্রথম ম্যাচ: ২৭ জুলাই
দ্বিতীয় ম্যাচ: ২৯ জুলাই
তৃতীয় ম্যাচ: ১ অগাস্ট
টি-২০ সিরিজ
প্রথম ম্যাচ: ৪ অগাস্ট
দ্বিতীয় ম্যাচ: ৬ অগাস্ট
তৃতীয় ম্যাচ: ৮ অগাস্ট
চতুর্থ ম্যাচ: ১২ অগাস্ট
পঞ্চম ম্যাচ: ১৩ অগাস্ট
সাধারণ টিভিতে বিনামূল্য দেখা যাবে দূরদর্শন ও ডিডি স্পোর্টসে
মোবাইল, কম্পিউটার, ট্যাব, স্মার্ট টিভিতে বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমায়