ক্যান্ডি, ৪ সেপ্টেম্বর: নেপাল (Nepal)কে অনায়াসে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup Cricket 2023) সুপার ফোরে উঠল ভারত (Team India)। দফায় দফায় বৃষ্টিতে বিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে খেলতে নেমে নেপালের ব্যাটাররা লড়াই করলেও, রোহিত শর্মাদের একটা উইকেটও তুলতে পারলেন না সে দেশের বোলাররা। রোহিত শর্মা ৫৯ বলে ৭৪ রানে, ও শুভমন গিল ৬২ বলে ৬৭ রানে অপরাজিত থাকলেন। ১৭ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। নেপাল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২৩০ রান। এরপর ভারতের ইনিংসের শুরুতে দীর্ঘক্ষণ বৃষ্টি চলায় ম্যাচের ওভার সংখ্যা কমে যায়। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে জিততে হলে ২৩ ওভারে করত হত ১৪৩ রান।
নেপালের অনভিজ্ঞ বোলারদের কোনওরকম পাত্তা না দিয়ে টিম ইন্ডিয়ার দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলকে অনায়াসে দলকে জিতিয়ে আনেন। ওপেনিং জুটিতে ১২১ বলে অবিচ্ছেদ্য ১৪৭ রান করলেন রোহিত-গিল।
সুপার ফোর রাউন্ড ভারত এবার খেলবে পাকিস্তানের (১০ সেপ্টেম্বর), বাংলাদেশ (১২ সেপ্টেম্বর), এবং শ্রীলঙ্কা/আফগানিস্তান (১৫ সেপ্টেম্বর)-এর বিরুদ্ধে । আরও পড়ুন-কাল দুপুর দেড়টায় বিশ্বকাপের দল ঘোষণা, মূল জল্পনা যাকে নিয়ে
দেখুন টুইট
INDIA vs PAKISTAN ON SEPTEMBER 10th.
- Time for Round 2 in Asia cup. pic.twitter.com/RPOfGAptDA
— Johns. (@CricCrazyJohns) September 4, 2023
হারলেও নেপালের ব্যাটারদের লড়াই বেশ দাগ কাটল। চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের ৩৪২ রানের জবাবে নেপাল মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায়। সেই তুলনায় টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বেশ ভাল লড়লেন নেপালের ব্যাটাররা।
নেট রান রেটে পাকিস্তানের থেকে পিছিয়ে পড়ে দ্বিতীয় হয়ে সুপার ফোরে উঠল টিম ইন্ডিয়া। নেপালের বিরুদ্ধে পাকিস্তান জেতে ২৩৮ রানে, আর ভারত জিতল ১০ উইকেট। ভারত-পাকিস্তান ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়। সমসংখ্যাক পয়েন্ট থাকলেও নেট রান রেট তাই পাকিস্তানের দাঁড়ায় ৪.৭৬০, আর টিম ইন্ডিয়ার সেখানে ১.০২৮।