Indian Team at Delhi ITC Hotel Photo Credit: Twitter@ANI

হারিকেন বেরিলের দাপট কাটিয়ে বার্বাডোজ থেকে দেশে ফিরলেন রোহিত-বিরাটরা। টি-২০ বিশ্বকাপ জয়ের পরও দেশে ফিরতে পারছিল না টিম ইন্ডিয়া (Indian Cricket Team), অপেক্ষার দিন গুনছিল দেশবাসীও। এরপর বিসিসিআই এর উদ্যোগে বিশেষ চার্টার্ড বিমান বার্বাডোজ থেকে দিল্লিতে উড়িয়ে আনা হল বিশ্বকাপজয়ী রোহিত ব্রিগেডকে।আজ (৪ জুলাই, বৃহস্পতিবার) ভোর ৬টা ৫ মিনিটে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে অবতরণ করে বিশেষ  চার্টার্ড বিমান। ওই সকালেই বিমানবন্দরের বাইরে তখন কাতারে কাতারে ক্রিকেটপ্রেমীদের ভিড়।এরপর  বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আজ সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় ক্রিকেট দল। তাঁদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ইন্ডিয়া টিম।

#WATCH | Delhi: Men's Indian Cricket Team arrives at ITC Maurya, after winning the #T20WorldCup2024 trophy.

 স্ত্রী, কন্যাকে নিয়ে হোটেলে ঢুকলেন রোহিত শর্মা।

কোচ রাহুল দ্রাবিড় প্রবেশ করলেন হোটেলে-

ফাইনালে ম্যাচের সেরা বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঢুকলেন হোটেলে-

নিজের হাতে বিশ্বকাপ নিয়ে হোটেলে ঢুকলেন ঋষভ পান্থ-