Suryakumar Yadav (Photo Credit: Suryakumar Yadav/ Instagram)

PBKS vs MI: মুম্বই ইন্ডিয়ন্সের ইতিহাসে একটা আইপিএল মরসুমে সর্বাধিক রান করার নজির গড়লেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। সোমবার রাতের জয়পুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলের বাকিদের ব্যর্থতা ঢেকে ৩৯ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেললেন সূর্য। গোলাপী শহরে এদিন সূর্য ২টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি হাঁকান। লিগ পর্যায়ে ১৪টা ম্যাচ শেষে সূর্যকুমার যাদব করলেন ৬৪০ রান। ১৫ বছর আগে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে আইপিএলের এক মরসুমে সচিন তেন্ডুলকরের করা রেকর্ড রানকেও ছাপিয়ে গেলেন সূর্য। ২০১০ আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে সচিন করেছিলেন ৬১৮ রান (১৫টি ম্য়াচ খেলে, গড় ৪৭.৫৩, স্ট্রাইক রেট ১৩২, সর্বোচ্চ-৮৯)। এতদিন সচিনের করা এই রানটাই একটা আইপিএল মরসুমে মুম্বই ইন্ডিয়ন্সের করা কোনও ব্য়াটারের সর্বোচ্চ রান ছিল। মাস্টার ব্লাস্টারের সেই আইপিএল রেকর্ডটাই ভাঙলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্য়াটার সূর্য।

সচিন করেছিলেন ৬১৮ রান, সূর্যর এখনই ৬৪০ রান করা হয়ে গেল

এখনও মুম্বইয়ের প্লে অফের খেলা বাকি আছে। সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিং ও শেষের দিকে নমন ধীরের ১২ বলের ২০ রানের ছোট্ট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে মুম্বই করল ৭ উইকেটে ১৮৪ রান।

জিতলেই প্রথম দুই নিশ্চিত হতে পারে পঞ্জাবের

রান তাড়া করে জিতে গেলেই পঞ্জাব প্রথম দুটি স্থানে থাকার বিষয়ে এগিয়ে থাকবে। প্রথম দুটি স্থানে লিগের খেলা শেষ করা মানেই কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ মেলে। গুজরাটের পয়েন্ট এখন ১৮, বেঙ্গালুরু ও পঞ্জাবের ১৭, মুম্বই দাঁড়িয়ে ১৬ পয়েন্ট। আজই তাদের লিগের শেষ খেলায় নেমেছে মুম্বই ও পঞ্জাব। কাল, লখনৌয়ে এবার আইপিএলে লিগ পর্যায়ের শেষ ম্য়াচে খেলতে নামছে বিরাট কোহলির আরসিবি ও ঋষভ পন্থের এলএসজি।

সূর্যের দাপট

কেন সবার চোখে প্রথম দুইয়ে

কোয়ালিফায়ার ওয়ানে খেলে জিতলেই সরাসরি ফাইনালে ওঠা যায়, আবার হারলেও বিদায় নিতে না হয়ে ফাইনালে ওঠার আরও একটা সুযোগ থাকে। সেখানে তিন ও চারে লিগের খেলা শেষ করলে দুটো ম্য়াচে জিতে ফাইনালে উঠতে হয়। তাই প্লে অফে ওঠা দলগুলি প্রথম দুটি স্থানে শেষ করতে চায়।