ক্রিকেট ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখলেন সুনীল নারিন।ক্রিকেট মাঠে ফুটবলের দৃশ্য। ফুটবলে যেভাবে ফাউল বা কোনও বিধিভঙ্গের দায়ে খেলোয়াড়দের লাল কার্ড দেখান রেফারি। তেমনই এবার ক্রিকেট মাঠে স্লো ওভার রেটের দায়ে পকেট থেকে লাল কার্ড বের করে দেখালেন আম্পয়ার। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ঘটল এমন বিরল ঘটনা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিট্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচে লাল কার্ড দেখে ইতিহাসের খাতায় নাম উঠলন সুনীল নারিনের।
টুর্নামেন্টের নিয়ম মেনে স্লো ওভার রেটের দায়ে লাল কার্ড দেখলেন নাইট রাইডার্সের নারিন।
দেখুন ভিডিয়ো
History you don't wanna be part of! 🫢 Sunil Narine gets cricket's first-ever red card for slow over-rate.
.
.#CPL2023 #CPLonFanCode pic.twitter.com/iP0rMsI6be
— FanCode (@FanCode) August 28, 2023