Steve Smith. (Photo Credits: Twitter)

লন্ডন, ১৯ মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফাইনালে খেলা দুই দলের দুই স্তম্ভের দু রকম ব্যাটিং। শুক্রবার গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের  দ্বিতীয় দিনে সাসেক্সের হয়ে প্রথম ইনিংসে স্মিথ ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুরন্ত ছন্দে দেখালো স্মিথকে। ১৮৩ বলে ৮৯ রান করে স্মিথ এলবি হলেন। একেবারে জমাট রক্ষণ দেখা গেল স্মিথের।

১০টা বাউন্ডারি, ১টা বাউন্ডারি হাঁকালেন অজি তারকা, স্ট্রাইক রেট ৪৮। স্মিথের দলের অধিনায়ক হলেন ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা। পূজারা গতকাল শূন্য রানে আউট হন।

আরও পড়ুন-'টেস্ট ক্রিকেটই চূড়ান্ত শিখর', বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রোমোতে কিং কোহলি

দেখুন টুইট

আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের হয়ে তিনে ব্যাট করার কথা চেতেশ্বর পূজারার, আর অস্ট্রেলিয়ার হয়ে তিনে নামতে পারেন স্টিভ স্মিথ। দুজনেই এখন একই দলের হয়ে কাউন্টি খেলছেন।