বিশ্বকাপের মাঝে বড় শারীরিক সমস্যায় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। গত কয়েক দিন ধরে স্মিথ 'ভার্টিগো'-র উপসর্গ বোধ করছেন। ভার্টিগো- থাকায় মাথা ঘুরছে, শরীরের ভারসাম্য রাখতে সমস্যা হচ্ছে, গা গুলিয়ে বমিভাব তৈরি হচ্ছে স্মিথের। এমনও শোনা যাচ্ছে টিম হোটেলে নাকি সতীর্থদের সঙ্গে কথা বলার সময় একবার শরীরের ভারসাম্য হারিয়ে পড়েও গিয়েছিলেন স্মিথ। সব মিলিয়ে শারীরিক দিক থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৩৪ বছরের তারকা ব্যাটার। এই শারীরিক সমস্যার কারণে আগামিকাল, মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্মিথখ খেলেন কি না সেটাই দেখার।
চলতি বিশ্বকাপে সেভাবে ফর্মের মধ্যে নেই স্মিথ। দিল্লিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৭১ রানের ইনিংস খেললেও দক্ষিণ আফ্রিকা (১৯), শ্রীলঙ্কা (০), পাকিস্তান (৭), নিউ জিল্যান্ড (১৮)-র বিরুদ্ধে ম্যাচে রান পাননি তিনি। তবে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্মিথ।
দেখুন এক্স
Steve Smith has been experiencing symptoms of vertigo over the past few day #CWC23 https://t.co/TzcjOVANP8
— cricket.com.au (@cricketcomau) November 6, 2023
চলতি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে হারের পর, টানা পাঁচটা ম্যাচে জিতে অস্ট্রেলিয়া এখন দুরন্ত ফর্মে। ব্যাট-বল-ফিল্ডিংয়ে প্যাট কামিন্সের দলকে ধীরে ধীরে পুরো অজিদের মেজাজে দেখা যাচ্ছে। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড থেকে কামিন্স-জাম্পারা দারুণ ছন্দে। তবে স্মিথ এমন ছিটকে গেলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে।