Srilanka Cricket Team. (Twitter)

বুলাওয়ে, ২ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ না থাকলেও ভারতে হতে চলা আসন্ন ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা থাকছে। রবিবার বুলাওয়েতে বাছাই পর্বে সুপার সিক্সে তাদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৯ উইকেটে অনায়াসে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করল শ্রীলঙ্কা। অক্টোবরে ভারতে হতে চলা বিশ্বকাপে খেলা নিশ্চিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচে যারাই জিতত তারাই বিশ্বকাপের মূলপর্বে উঠত। এমন গুরুত্বপূর্ণ ম্য়াচে আয়োজক জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাথুন নিশাঙ্কার দুরন্ত সেঞ্চুরিতে ভর করে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। এই জয়ের সুবাদে বাছাই পর্বের ফাইনালে উঠলেন হাসারাঙ্গারা। বাছাই পর্ব থেকে যে দুটি দল ফাইনালে উঠবে তারাই ভারতে বিশ্বকাপ খেলতে আসতে পারবে।

ভারতে শেষবার আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে কুমারা সাঙ্গাকার, মাহেলা জয়বর্ধনেদের দেশ শ্রীলঙ্কা রানার্স হয়েছিল। জিম্বাবোয়েতে চলতি বিশ্বকাপের বাছাই পর্বে তাদের সব কটা ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট কাটল দ্বীপপুঞ্জের দেশ। ১৯৯৬ বিশ্বকাপের চ্য়াম্পিয়ন দেশ শ্রীলঙ্কাকে বাছাই পর্বে খেলতে হয় তারা আইসিসি ব়্য়াঙ্কিংয়ে প্রথম আটের বাইরে চলে যাওয়ায়। প্রসঙ্গত, প্রতিটি ওয়ানডে বিশ্বকাপেই খেলার রেকর্ড অক্ষত রাখল শ্রীলঙ্কা। গতবার ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। আরও পড়ুন-জানুন, কোন ভারতীয় ক্রিকেটারের ভক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

বাছাই পর্বে গ্রুপ লিগে দাশুন শনকার নেতৃত্বে খেলা শ্রীলঙ্কা হারায় ওমান, স্কটল্যান্ড ও সংযুক্ত আরবআমিরশাহিকে। এরপর সুপার সিক্সে তারা জিতল নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিরুদ্ধে। সুপার সিক্সে তাদের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মুরলীধরন, জয়সূর্যদের দেশ।

দেখুন টুইট

আট পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। দশম দেশ হিসেবে ভারতে বিশ্বকাপে খেলতে হলে জিম্বাবোয়েকে এখন তাদের শেষ ম্যাচ স্কটল্য়ান্ডের বিরুদ্ধে জিততে হবে।

বাছাই পর্বে শ্রীলঙ্কা

গ্রুপ লিগে-

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৭৫ রানে জয়

ওমানের বিরুদ্ধে ১০ উইকেটে জয়

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে জয়

সুপার সিক্সে

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২১ রানে জয়

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯ উইকেটে জয়