Litton Das (Photo Credit: Bangladesh Cricket/ X)

পাকিস্তানের পর সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া থেকে বিদায় নিল বাংলাদেশ। শনিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে হারল সাকিব আল হাসানের দল। টানা ১৩টা ওয়ানডে জিতে নজির গড়ল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করেছিল ২৫৭ রান। চাপের মুখে দাঁড়িয়ে ৭২ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটার সাদিরা সমরাবিক্রমা।

জবাবে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যায় বাংলাদেশ। আফগানদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা ওপেনার মেহদি হাসান মিরাজ (২৮) শুরুটা ভাল করলেও সেট হওয়ার মুখে আউট হয়ে য়ান। অধিনায়ক সাকিব আল হাসান (৩) রান পাননি। তিনে নেমে লিটন দাস (১৫)-ও ব্যর্থ হন। মুশফিকুর রহিমও (২৯) সেভাবে টাচে ছিলেন না। ছয় নম্বরে নেমে তোহিদ হৃদয় খেলা মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন। ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলে হৃদয় ফিরতেই বাংলাদেশের হৃদয় ভঙ্গ হওয়া নিশ্চিত হয়। শেষ অবধি ৪৮.১ ওভারে ২৩৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

দেখুন টুইট

সুপার ফোরের প্রথম ম্য়াচে গত বুধবার, লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে হেরেছিলেন সাকিবরা। আগামী শুক্রবার ভারতের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। মাত্র একটা ম্যাচ জিতে সুপার ফোর থেকে ফাইনালে ওঠা বেশ কঠিন হবে। সাকিবদের বিদায় যে নিশ্চিত সেটা বলা যায়। আর মাসখানেক পরেই বিশ্বকাপ। তার আগে সাকিবদের এই পারফরম্য়ান্স হতাশ করল। চলতি এশিয়া কাপে গ্রুপের প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপভাবে হেরেছিল বাংলাদেশ। তবে এরপরের ম্যাচে আফগানদের বিরুদ্ধে দারুণ জয় পেয়ে সুপার ফোরে ওঠেন সাকিবরা।