অবিশ্বাস্য লড়াই আফগানিস্তানের। তবে শেষ অবধি আফগানদের ২ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ২৯৮ রান। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা ৩৭.১ ওবারে তুলতে হত। কিন্তু রান তাড়া করতে নেমে ১২১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানরা। তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কার সুপার ফোরে ওঠা শুধুই সময়ের অপেক্ষা।
সেখান থেকে মহম্মদ নবি অবিশ্বাস্য ইনিংস (৩২ বলে ৬৫ রান) খেলে দলকে সুপার ফোরে নিয়ে যাচ্ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি। শেষের দিকে রশিদ খান (১৬ বলে ২৭ অপরাজিত) অসাধ্যসাধণ করছিলেন। কিন্তু একেবারে শেষের দিকে তীরে এসে তরী ডোবে আফগানদের। জয় থেকে দু রান দূরে গিয়ে থামে আফগানদের লড়াই। আরও পড়ুন- সাকিবদের বিরুদ্ধে পাক একাদশে বড় বদল, জানুন
দেখুন টুইট
Sri Lanka defeated Afghanistan by just 2 runs!
One of the greatest ever games in history - Afghanistan should be proud of their effort. They gave their all to qualify. Feel for Rashid Khan and Nabi...!!! pic.twitter.com/eINYt4sxr7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 5, 2023
রবিবার বাংলাদেশের কাছে বড় হারটাই শেষ অবধি রশিদ খানদের কাছে বিদায়ের কারণ হল। গ্রুপের দুটি ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা। অন্যদিকে, গ্রুপ বি-থেকে রানার্স হয়ে বাংলাদেশ আগেই উঠেছিল সুপার ফোরে।
সুপার ফোর রাউন্ডে কারা
গ্রুপ এ: পাকিস্তান, ভারত
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ
বিদায় নিল: নেপাল,আফগানিস্তান
সুপার ফোর রাউন্ডের সূচি:
৬ সেপ্টেম্বর, বুধবার: পাকিস্তান বনাম বাংলাদেশ (লাহোর), দুপুর ২.৩০টা
৯ সেপ্টেম্বর, শনিবার : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (কলম্বো), দুপুর ৩টে
১০ সেপ্টেম্বর, রবিবার: ভারত বনাম পাকিস্তান (কলম্বো), দুপুর ৩টে
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার: ভারত বনাম শ্রীলঙ্কা (কলম্বো), দুপুর ৩টে
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা(কলম্বো), দুপুর ৩টে
১৫ সেপ্টেম্বর, শুক্রবার: ভারত বনাম বাংলাদেশ (কলম্বো), দুপুর ৩টে