Asia Cup 2022 Final Match Live Streaming: আজ এশিয়া কাপের খেতাবি লড়াই, সরাসরি কীভাবে দেখবেন পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল
Pakistan Cricket Team

দুবাই, ১১ সেপ্টেম্বর: ১৪ দিন লড়াইয়ের পর আজ, রবিবার এশিয়ার বাইশ গডের সিংহাসনের ফয়সালা। এশিয়ার সিংহসান দখলের ফাইনালে মুখোমুখি পাকিস্তান, শ্রীলঙ্কা। সুপার ফোরে ভারত, আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে, গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিশ্রী হারের পর টানা চারটে দারুণ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শুক্রবার সুপার ফোরে-র শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। এই ম্যাচের আগেই দুটি দল ফাইনালে উঠে যাওয়ায় শুক্রবার সুপার ফোরের ম্যাচটাকে দেখা হচ্ছিল ফাইনালের মহড়া ম্যাচ হিসেবে। সেই ফাইনালের মহড়ায় দারুণ জয় পায় শ্রীলঙ্কা। পাকিস্তানকে মাত্র ১২১ রানে অল আউট করে চমকে দিয়েছিলেন লঙ্কান বোলাররা।

ফাইনালে নামার আগে পাকিস্তানকে চিন্তায় রাখছে অধিনায়ক বাবর আজমের ফর্ম। এশিয়া কাপের আগে দারুণ ফর্মে থাকলেও ইউএই-তে এসে রান পাচ্ছেন না বাবর। শ্রীলঙ্কা ম্যাচে ৩০ রান করলেও, পাক অধিনায়ক ২৯টা বল নিয়ে নেন। দলের মিডল অর্ডারও চিন্তায় রাখবে পাকিস্তানকে। আরও পড়ুন-শারজার গ্যালারিতে আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে দেখা গিয়েছিল, ইন্টারনেটে ঝড় তোলা এই সুন্দরীর ছবি দেখুন

পাকিস্তানের ভরসার দিক হল মহম্মদ রিজওয়ানের ব্যাটিং, আর দলের পেসাররা। টানা চারটে ম্যাচে জিতে ফাইনালে ওঠা শ্রীলঙ্কা-র কাছে সুযোগ নেই নিজেদের ত্রুটি দেখার। কারণ প্রথম ম্যাচে হারের পর শ্রীলঙ্কা যেভাবে জিতেছে, তাতে দোষ ত্রুটি খোঁজার জায়গা থাকে না। অনেক বিশেষজ্ঞই শ্রীলঙ্কাকে ফাইনালে এগিয়ে রাখছেন। আট বছর পর শ্রীলঙ্কার সামনে সুযোগ এশিয়া সেরা হওয়ার। আর পাকিস্তানের সামনে সুযোগ ১০ বছর পর এশিয়া কাপ হাতে তোলার। এখন দেখার শেষ হাসি কারা হাসে।

আসুন দেখে নেওয়া যাক এশিয়া কাপের ফাইনাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

দু দলের সম্ভাব্য একাদশ-

পাকিস্তান-বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকহর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহনাজ দাহানি।

শ্রীলঙ্কা-পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দানুষ্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাক্ষে, দাশুন শনকা, হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা।

কারা এগিয়ে-

ফাইনাল ৫০:৫০। তবে দলগত ভারসাম্য আর বিগ ম্যাচ ক্রিকেটারের বিচারে এগিয়ে পাকিস্তান।

এশিয়া কাপে

এর আগে শ্রীলঙ্কা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। সেখানে পাকিস্তান জিতেছে মাত্র ২ বার।

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ কবে খেলা হবে?

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ ১১ সেপ্টেম্বর, রবিবার আয়োজিত হবে ।

এশিয়া কাপ ২০২২ ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ কোথায় খেলা হবে?

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে হবে এই ম্যাচ

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ কখন শুরু হবে?

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। টস হবে সাতটায়।

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।