দুবাই, ২৭ অগাস্ট: আজ, শনিবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে ১৪তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। দুটি দলই প্রথম ম্যাচে জিতে সুপার ফোরে উঠতে এক পা বাড়িয়ে রাখতে মরিয়া। তিন দলের এই গ্রুপে অপর দেশটি হল বাংলাদেশ। দাশুন শনকা-র নেতৃত্বে শ্রীলঙ্কা বদলে একাধিক প্রতিশ্রুতবান ক্রিকেটার। অবশ্যই জয়সূর্য, রণতুঙ্গা, সাঙ্গাকারা, জয়বর্ধনে, মুরলীধরন, ভাস, মালিঙ্গা-দের মত ক্রিকেটার বর্তমান দলে নেই। কিন্তু চান্দিমাল থেকে হাসারাঙ্গা, কুশল মেন্ডিস-রা বড় কিছু করার ক্ষমতা রাখেন।
তবে শ্রীলঙ্কার সবচেয়ে বড় অসুবিধা হল ধারাবাহিকতার অভাবে ভোগা। আফগানিস্তানও বেশ ভাল দল নিয়ে এবারের এশিয়া কাপে এসেছে। আরও পড়ুন-এবারের এশিয়া কাপে গ্রুপ থেকে সূচি, স্কোয়াড-কোথায় সরাসরি দেখবেন, ফেভারিট কারা, জানুন এক নজরে
বেশ কয়েক বছর ধরেই রশিদ খান-রা এশিয় ক্রিকেটে বড় শক্তি হয়ে ওঠার আশা জোগাচ্ছেন। তবে ফের তালিবান শাসনে যাওয়ার পর আফগান ক্রিকেট নিয়ে শঙ্কার মাঝে এবার বড় কিছু করে দেখাতে চাইছেন মহম্মদ নবির নেতৃত্বে খেলা আফগান-রা।
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ কবে, কখন আয়োজিত হবে
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তানের লড়াই হবে আজ, শনিবার ২৭ অগাস্ট দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে।
কখন থেকে শুরু হবে ম্যাচ
ভারতীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ভারতীয় সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে।
অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?
ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
কারা এগিয়ে
শ্রীলঙ্কাকে খাতায় কলমে এগিয়ে রাখতে হচ্ছে। তবে অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন আফগান-রা।