মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করল ৩৪৪ রান। শ্রীলঙ্কার দুই তারকা ব্য়াটার কুশল মেন্ডিস ও সাদিরা সমরাবিক্রমা দুরন্ত সেঞ্চুরি করলেন। মেন্ডিস ৭৭ বলে ১২২ রানের বিস্ফোর ইনিংস খেললেন। আর সাদিরা করলেন ৮৯ বলে ১০৮। জোড়া সেঞ্চুরিতে ভর করে এশিয়া কাপের পর এবার বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। হায়দরাবাদের পিচে একেবারে পাটা হলেও রান তাড়া করতে নামা বাবর আজমদের মানসিক চাপটা অনেকটা থাকবে।
এদিন ২৮ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ২০০ করে শ্রীলঙ্কা একটা সময় ৪০০ করার সামনে দাঁড়িয়েছিল। তবে শেষ অবদি সাড়ে ৩০০ টপকাতে পারল না শ্রীলঙ্কা। পাক পেসার হাসান আলি ৭১ রান দিয়ে নিলেন ৪টি উইকেট। হ্যারিস রউফ ৬৪ রান দিয়ে নেন ২টি উইকেট।
শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ, শাদাব খান একটি করে উইকেট নে। কিন্তু পাকিস্তানের বোলিং একেবারেই ভাল হয়নি। কুশল মেন্ডিস তো আফ্রিদিদের বোলিং নিয়ে ছেলেখেলা করলেন। এবার দেখার বাবর আজমরা রান তাড়া করতে নেমে সফল হতে পারেন কি না।