ওপেনিং পার্টনারশিপে ১২৫ রান করে অস্ট্রেলিয়াকে ভয় ধরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। লখনৌয়ের একানা স্টেডিয়ামে তখন অনেকেই বলা শুরু করেছিলেন, ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াকে অঘটনের মুখে পড়তে হবে হয়তো। কিন্তু সেখান থেকে অস্ট্রেলিয়ান স্পিনার অ্য়াডাম জাম্পার দুরন্ত স্পেল আর লঙ্কান মিডল অর্ডারের খারাপ ব্য়াটিংয়ে লখনৌয়ে প্রথম ইনিংস শেষে ফ্রন্টফুটে অজিরা। ২৬.১ ওভারে ১ উইকেটে ১৫৭ থেকে শ্রীলঙ্কা ৪৩,৩ ওভারে মাত্র ২০৯ রানে অল আউট হল।
শ্রীলঙ্কার শেষ ৯টি উইকেটের পতন হল মাত্র ৫২ রানে। প্যাট কামিন্সের বলে কুশল মেন্ডিস আউট হওয়ার পরই লঙ্কান ইনিংসে ধস শুরু হয়। একে একে ফিরে যান সাদিরা সমরাবিক্রমা (৮), ধনঞ্জয় ডিসিলভা (৭), দুনিথ ওয়েলাগে (৭)-রা। লঙ্কান ইনিংসে প্রথম ধাক্কাটা দেন কামিন্স। পাথুম নিশাঙ্কাকে আউট করেন অজি অধিনায়ক।
গত রবিবার আমেদাবাদে ভারতের বিরুদ্ধে যেভাবে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল, এদিন সেটা লখনৌয়ে হল শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার দুই ওপেনার-পাথুম নিশাঙ্কা (৬১) ও কুশল পেরেরা (৭৮) ছাড়া দু অঙ্কের না করলেন শুধু চারিথ আসালাঙ্কা (২৫)। ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন জাম্পা। অজিদের দুই অভিজ্ঞ তারকা পেসার- মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট পেলেন।
ভারত, দক্ষিণ আফ্রিকা-পরপর দুটি ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ ডু অর ডাই। চলতি বিশ্বকাপের প্রথম জয়টা পেতে হলে কামিন্সদের চাই ২১০ রান।