IPL 2022: আজ কেনদের কাছে হারলেই বিদায় কলকাতা, কীভাবে দেখবেন নাইটদের সূর্য চ্যালেঞ্জ
Andre Russell. (Photo Credits: Twitter)

পুণে, ১৪ মে: আজ, শনিবার পুণেতে আইপিএলে (IPL 2022) 'ডু অর ডাই' ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কলকাতা (১২ ম্যাচে ১০ পয়েন্ট) এই ম্যাচে হারলেই বিদায় নেবে। অন্যদিকে, টানা চার ম্যাচ হেরে শাহরুখ খানের দলের বিরুদ্ধে আজ নামা সানরাইজার্স (১১ ম্যাচে ১০) পরাস্ত হলে তাদেরও প্লে অফে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এমন একটা ডু অর ডাই ম্যাচের আগে চনমনে দুই শিবির। অতীত ভুলে শ্রেয়স আইয়রা-কেন উইলিয়ামসনরা চাইছেন বড় জয়। দুটো দলেরই ব্যাটিংই কত কয়েকটা ম্যাচে ফ্লপ করেছে। কলকাতা এই মরণবাঁচন ম্যাচে বিশেষ করে তাকিয়ে সুনীল নারিন, আন্দ্রে রাসেলের দিকে। অন্যদিকে, সানরাইজার্স তাকিয়ে কেন উইলিয়ামসন, উমরন মালিক, ভূবনেশ্বর কুমারদের দিকে।

গত সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ৫২ রানের জয়ের পরাফরম্যান্সটাই সানরাইজার্সের বিরুদ্ধে চাইছে কেকেআর শিবির। চোটের কারণে চলতি আইপিএলে আর প্যাট কামিন্সকে পাবে না কেকেআর। কামিন্সের বদলে কোন বিদেশীকে দলে নেওয়া হয় সেটাই দেখার। টিম সাউদির স্পেলের দিকে তাকিয়ে থাকবেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুধু জিতলেই চলবে না নেটরানরেট-টাও উন্নত করার চ্যালেঞ্জ নাইটদের কাছে। আরও পড়ুন: 

লোডশেডিংয়ের জের, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট করলেন ধোনি! (দেখুন ছবি)

সানরাইজার্সের সমস্যা হল দলের ব্যাটিং। গত ম্যাচে দলের দুই ওপেনার অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন-দুজনেই শূন্য রানে আউট হয়েছেন। দলের মিডল অর্ডারের দুই বিদেশী তারকা মাক্ররাম, নিকোলাম পুরান সেভাবে কিছু করতে না পারায় ভুগছে দল। তবে কেকেআর-এর কাছে খারাপ খবর তাদের প্রাক্তন ব্যাটার রাহুল ত্রিপাঠি এখন হায়দরবাদের জার্সিতে ভাল ফর্মে আছেন। চলতি আইপিএলে কলকাতার বিরুদ্ধে প্রথম সাক্ষাতে রাহুল ৩১ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে একাই জিতিয়ে দিয়েছিলেন।

এই ম্যাচের পর কলকাতার লিগের খেলায় আর একটা চ্যালেঞ্জ বাকি থাকবে। বুধবার রাউন্ড রবীন লিদের শেষ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ লখনৌ সুপার জায়েন্টস। রাহুলদের বিরুদ্ধে নামার আগে নিজেদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে হল, আঝ রাহুলদের হারাতে হবে কলকাতাকে।

কবে, কোথায় আয়োজিত হবে চলতি আইপিএলের কলকাতা বনাম হায়দরাবাদ-এর দ্বিতীয় সাক্ষাত

শনিবার, ১৪ মে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পুণেতে শুরু হবে খেলা।

টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টসের বিভিন্ন এইডি ও এসডি চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাবে খেলা। ম্যাচ সরাসরি দেখানো হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে ম্যাচ সংক্রান্ত আোচনা ও বিশ্লেষণ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

অনলাইনে কোথায় সরাসরি দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে খেলা।