কোপেনহেগেন, ২৯ জুন: চলতি ইউরো কাপের ( Euro Cup 2020) পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনালে হল নাটকীয় ম্যাচ। কোপেনহেগেনে স্পেন (Spain) বনাম ক্রোয়েশিয়া (Croatia) ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল নানা কারণে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে অতিরিক্ত সময়ে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে উঠল স্পেন। ইউরো কাপের ইতিহাসে এটাই একটা ম্যাচে দ্বিতীয় সর্বাধিক গোলের রেকর্ড। আরও পড়ুন: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে শেষ আটে ইতালির সামনে বেলজিয়াম
নাটকীয়তায় ভরা ম্যাচে ১-৩ গোলে পিছিয়ে থেকেএকেবারে শেষের দিকে ঝড় তুলে, বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া ৩-৩ গোলে ম্যাচে সমতায় ফিরে এসেছিল। শেষ অবধি ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুটো গোল দিয়ে ৫-৩ গোলে জিতে নেয় স্পেন।
Croatia 3 - 5 Spain is now the second highest goal scoring match in the Euros Championship, first being France vs Yugoslavia which finished 4-5 to Yugoslavia in 1960.
Full of goals⚽️ #CROESP pic.twitter.com/mqYJnYbnXc
— All Over Football (@AllOverFootbal1) June 28, 2021
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল স্পেন। এরপরই ক্রোটরা সাত মিনিটের মধ্যে দুটো গোল শোধ করে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ার পর, ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে।
WHAT. A. GAME.
🇪🇸 Spain win EIGHT-GOAL extra time thriller in Copenhagen and progress to quarter-finals!
😮 THAT match = ________#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 28, 2021
এক্সট্রা টাইমের ১০ মিনিটে মোরতা, তারপর দু মিনিট বাদে মাইকেল ওয়ারজাবালার গোলে জয় নিশ্চিত করে স্পেন।
Football. This is why we love it. Spain beat Croatia 5-3. This game had it all. Passion. Goals. Comebacks. Nothing beats a major tournament game like this. This is the real stuff. pic.twitter.com/FbbJGmR0WH
— fangazzetta (@fangazzetta) June 28, 2021
নাটকীয় ম্যাচের শুরুটা হয় স্পেনের গোলকিপার সিমোনের আত্মঘাতী গোলে। ম্যাচের ২০ মিনিটে পেড্রোর সাধারণ ব্যাকপাশ বুঝতে না পেরে নিজেই গোল নিজের গোলে গোল করে বসেন স্প্যানিশ গোলকিপার। ম্যাচের ৩৮ মিনিটে পাবলো সারাবিয়া স্পেনকে সমতায় ফেরান। প্রথমার্ধে ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝড় তোলে স্পেন। ৫৭ মিনিটে সিজার ও ৭৬ মিনিটে ফেরান টোরেসের গোলে ৩-১ এগিয়ে গিয়েছিল স্পেন।
২জুলাই, প্রথম কোয়ার্টার ফাইনালে সেন্ট পিটার্সবার্গে স্পেন মুখোমুখি হবে ফ্রান্স-সুইজারল্যান্ড প্রি কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিরুদ্ধে।