Luis Rubiales kisses Jenni Hermoso. (Photo Credits: X)

গত বছর অগাস্টে সিডনিতে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের পর এমন এক বিতর্কিত ঘটনা ঘটে যা গোটা দুনিয়াকে নাড়িয়ে দেয়। সিডনিতে মহিলাদের ফিফা বিশ্বকাপে স্পেন বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, স্পেন মহিলা দলের তারকা ফুটবলার জেমি হেরমোসো- (Jenni Hermoso) কে চুম্বন করেন দেশের ফুটবল সংস্থার সভাপতি লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছেন স্পেনের মহিলা দলের ফুটবলার, কোচ, কর্মকর্তারা, আর সেই সময়ই ফুটবল ফেডারেশনের প্রধান দলের এক সদস্যকে প্য়াশানের সঙ্গে চুম্বন করছেন।

চুমুতে সম্মতি না বলপূর্বক!

বিশ্বকাপজয়ী ফুটবল হেরমোসো এই চুমু কাণ্ড নিয়ে ফুটবনল কর্তার বিরুদ্ধে সরব হন। রুবিয়ালেস তার ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ জানান হেরমোস। যার জেরে তিন বছর ফুটবল প্রশাসন থেকে সাসপেন্ড হন রুবিয়ালেস। এরপর তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এই চুম্বন কাণ্ডের শুনানিতে স্পেনের তারকা ফুটবলার হেরমোস আদালতে জানালেন, তিনি এই চুমু খাওয়ার অনুমতি দেননি রুবিয়ালেসকে দেননি। যেখানে নির্বাসিত ফুটবল প্রেসিডেন্টের আইনজীবির দাবি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পোডিয়ামে উঠে হেরমোসের থেকে চুম্বনের জন্য অনুমতি চেয়ে নিয়েছিলেন।

দেখুন সেই বিতর্কিত ভিডিয়ো

জোর করে জড়িয়ে ধরার পর ঠোঁটে চুমু!

যা নিয়ে বিশ্বকাপজয়ী স্পেনের এই তারকা মহিলা ফুটবলার বললেন, " আমি সেই সময় কিছুই শুনতে পাইনি, বা বুঝতে পারিনি। আমি এটুকু জানি বিশ্বকাপ জেতার আনন্দে আমি আত্মহাতার হলেও, চুমুর অনুমতি আমি ওকে দিইনি। এরপর হেরমোস আদালতে জানান,'কানে কানে কিছু বলার বাহানায় আমায় ও (রুবিয়ালেস) জড়িয়ে দেয়, তারপর কানে, মুখে, ঠোঁটে চুমু খায়।" আমি এটা সাফ করে জানাতে চাই, " ঠোঁটে চুমু খাওয়ার জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন হয়, এবং সেটা আমি যখন ঠিক করি তখনই দিই। তা না হলে সেটা বলপূর্বক করা হয়েছে বলতেই হবে।"

দেখুন মামলার শুনানিতে হেরমোস

এক বছরের জেলের সাজা দাবি

সরকারীপক্ষের আইনজীবী নির্বাসিত ফুটবল কর্তা ৪৭ বছরের রুবিয়ালেসের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। রুবিয়ালেসের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে সব ধরনের মামলা তুলে নিতে তিনি চাপ দিয়েছেন। রুবিয়ালেসের অভিযোগ, চুমু খাওয়ার অনুমতি দিয়েছিলেন হেরমোস। তার বিরুদ্ধে চক্রান্ত করে এমন অভিযোগ আনা হচ্ছে।