মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড রবীন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনীর ৩৮২ রানের জবাবে বাংলাদেশ ৪৬.৪ ওভারে ২৩৩ রানে অল আউট হয়ে গেল। ৬ নম্বরে নেমে বাংলাদেশের ব্যাটার মেহমদুল্লা দুরন্ত সেঞ্চুরি না করলে বাংলাদেশের লজ্জা আরও বাড়ত। রান তাড়া করতে নেমে ১৫ ওভারের মধ্যে ৫৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। যেখানে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসের শেষ ৯৫ টা বলে ১৯৫রান করেছিল।
১৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের সেরা দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক। মুম্বইয়ে এদিন শেষের দিকে বাংলাদেশের তারকা ব্যাটার মেহমদুল্লা (১১১) দুরন্ত সেঞ্চুরি করলেও বাংলাদেশের বড় হার রোখা গেল না। জয়ের জন্য রেকর্ড ৩৮৩ রান তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। এরপর টেলেন্ডারদের নিয়ে সেঞ্চুরি করে দলের হারকে লড়াকু দেখালেন মেহমদুল্লা। শেষের দিকে বাদ দিলে এদিনও প্রোটিয়া বোলিং আক্রমণ বেশ সংঘবদ্ধ দেখালো। আরও পড়ুন-বিশ্বকাপে সবচেয়ে দ্রুত তিনটি সেঞ্চুরি করে নজির কুইন্টন ডি ককের
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পাঁচটা ম্যাচেই ঠিক পাঁচজন বোলারকে বল করিয়েছে, আর আজকে নিয়ে প্রতিটি ম্যাচেই পাঁচজন বোলারই অন্তত একটি করে উইকেট পেয়েছেন। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জিতল-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। চারটি জয়ই বড় ব্যবধান পায় প্রোটিয়ারা। সেখানে গত সোমবার নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে ৩৮ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ডি কক-দের পরবর্তী ম্যাচ শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে।
দেখুন এক্স
- Beat Sri Lanka by 102 runs.
- Beat Australia by 134 runs.
- Lost to Netherlands by 38 runs.
- Beat England by 229 runs.
- Beat Bangladesh by 149 runs.
4th win from 5 games & moves to 2nd in the Points Table in World Cup 2023 - The dominance of South Africa. pic.twitter.com/fryQnomeB3
— Johns. (@CricCrazyJohns) October 24, 2023
চলতি বিশ্বকাপে পাঁচটা ম্যাচ খেলে তিনটেতে সেঞ্চুরি করে নজির গড়লেন ডি কক। পাশাপাশি উইকেটকিপার হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক রান করার নজিরও গড়লেন ডি'কক। বিশ্বকাপের পরই তিনি ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারটা নিছকই অঘটন প্রমাণ করে ইংল্যান্ডের পর বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল।
দক্ষিণ আফ্রিকার কাছে সব বিভাগেই পরাস্ত হল বাংলাদেশ। আফগানিস্তান যেখানে ইংল্যান্ড, পাকিস্তানের মত দেশকে হেলায় হারাচ্ছে, তখন বাংলাদেশ সেই তিমিরেই। উপমহাদেশের সহায়ক পিচেও সাকিব আল হাসান-রা একেবারে খারাপ খেলছেন। আফগানিস্তানকে হারানোর পর টানা চারটি ম্যাচে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখানো সাকিব এবার পুরো ম্লান। এদিন সাকিব মাত্র এক রানে আউট হলেন।