প্যারিস অলিম্পিকে অবিশ্বাস্য খেলে মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজির বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতের বিনেশ ফোগাট (Vinesh Phogat)। কিন্তু ফাইনালের আগে সকালে বিনেশের ওজন পরীক্ষা করা হলে তা নিয়ম গণ্ডির থেকে মাত্র ১০০ গ্রাম বেশী হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে বিনেশ ফাইনালে উঠেও পদক থেকে বঞ্চিত হন। কিন্তু ফাইনালের আগে সকালে বিনেশের ওজন পরীক্ষা করা হলে তা নিয়ম গণ্ডির থেকে মাত্র ১০০ গ্রাম বেশী হওয়ায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে বিনেশ ফাইনালে উঠেও পদক থেকে বঞ্চিত হন। অথচ ফাইনালে ওঠা পর্যন্ত প্রতিবার বিনেশের ওজন নিয়ে কোনও সমস্যা হয়নি।
এই ইস্যুতে বিনেশের পাশে দাঁড়ালেন এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদা বললেন, " আমি জানি না আসল আইনটা এই বিষয়ে ঠিক কী। কিন্তু এটা বুঝতে পারছি ফাইনাল পর্যন্ত ওর ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। ওকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে কি না তা জানি না। কিন্তু বিনেশকে অন্তত রুপোর পদক দেওয়া উচিত, এটা বলতে পারি।" এমন কথা বললেন বাংলার মহারাজ।।
দেখুন ভিডিয়ো
VIDEO | "I don't know the exact rule, but I'm sure that when she reached the finals, she must have qualified properly. So when you go to the finals, it's either a Gold or Silver medal. Whether she was disqualified wrongfully or not, I don't know, but she deserves the Silver medal… pic.twitter.com/0TU6WeZbjb
— Press Trust of India (@PTI_News) August 11, 2024
প্রসঙ্গত, পদকের দাবিতে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হয়েছেন বিনেশ।