শিখর ধাওয়ান(Photo Credits: Getty)

কলম্বো, ১৮ জুলাই: শ্রীলঙ্কা সিরিজে কার্যত ভারতের বি টিমের দারুণ শুরু। বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলায় প্রস্তুতি ব্যস্ত, তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়ে শুরুটা দারুণ করলেন শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৮০ বল বাকি থাকতে সাত উইকেটে জিতল ভারত। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে খেলতে নেমে অনায়াসে দুর্বল শ্রীলঙ্কা দলকে হারাল ভারত। অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা শিখর ধাওয়ান।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওবারে করে ৯ উইকেটে ২৬২ রান। করোনা হানা দেওয়া লঙ্কান শিবিরের বডি ল্যাঙ্গুয়েজ খেলার শুরুত থেকেই নীতিবাচক দেখিয়েছে। লঙ্কান ব্যাটসম্যানরা যে সময় প্রতিপক্ষ বোলারদের শাসন করার কথা তখনই উইকেট দিয়ে বসেন।

দীর্ঘদিন পর একসঙ্গে খেলতে নেমে অধিনায়ককে ভরসা দিল কুল-চা জুটি। কুলদীপ যাদব ৪৮ রান দিয়ে নেন ২টি উইকেট, চাহাল ৫২ রানে নেন ২ উইকেট। হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন পর বল করতে নেমে ১টি উইকেট নন। দীপক চাহার দুটি উইকেট পেলেও ৯ ওভার বল করে কোনও উইকেট পাননি ভূবনেশ্বর কুমার।

জয়ের জন্য ২৬৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার পৃথ্বী শ-শিখর ধাওয়ান ভাল শুরু করেন। ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট লহয়ে যান পৃথ্বী। জন্মদিনে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়া ইশান কিষান নামেন তিন নম্বরে। উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান ৪২ বলে ৫৯ রান করে দলকে জয়ের মুখে নিয়ে যান। তবে অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করা শিখর ধাওয়ান ৯৫ বলে ৮৫ রানের অধিনায়কচিত ইনিংস খেলে দেশকে জেতান। মনীশ পান্ডে (২৬)আউট হয়ে যাওয়ার পর পাঁচ নম্বরে নামেন সূর্ষকুমার যাদব। যে সূর্যকুমার যাদবের আজ দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল। ২০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২০ জুলাই, মঙ্গলবার।