Bangladesh Cricket Team (Photo Credits: Twitter)

 হারারে, ৭ অগাস্ট: এক পা এগিয়ে দু পা পিছিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট। সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেটে কিছু ভাল জয়ের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি-র পর এবার ওয়ানডে সিরিজেও হারল বাংলাদেশ। সিরিজের এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফের প্রত্যাবর্তনের আশা জাগালো জিম্বাবোেয়ে।  রবিবার হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের বিরুদ্ধে ২৯১ রান তাড়া করতে নমে ১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতল জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের জয়ে নায়ক সিকান্দার রাজা। প্রথম ওয়ানডে-র মত আজ দ্বিতীয়টাতেও ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলে কার্যত একা হাতে দলকে জেতালেন সিকান্দার রাজা।

প্রসঙ্গত, শুক্রবার প্রথম ওয়ানডে-তে রাজা ১৩৫ রানে অপরাজিত থেকে ৩০৭ রান তাড়া করে জিম্বাবোয়েকে দলকে জেতালেন। ৯ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতল জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ানডে সিরিজে ৩-০ জিতেছিল বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাট করে তামিম ইকবাল (৫০) ও মেহমদুল্লাহ (৮০) অনবদ্য ব্যাটিং করে দলের রানকে ২৯০-এ নিয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু সেখান থেকে অধিনায়ক রেগিস চাকাবা-কে নিয়ে পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ২০১ রানের অনবদ্য পার্টনারশিপ করেন। সেঞ্চুরি করে আউট হয়ে যান চাকাবা (১০২)। এরপর টনি মুনিওয়াঙ্গা-কে নিয়ে ম্যাচ ও সিরিজ বের করে নেয় জিম্বাবোয়ে। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা একেবারে হতাশ করেন। প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে ১-২ হেরেছিল।