চলতি আইপিএলে অবিশ্বাস্য ফর্মে গুজরাট লায়ন্সের ওপেনিং ব্যাটার শুবমন গিল। যে গিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে জাতীয় দলের দরজা খুলেছিলেন। কিন্তু গিলকে রিটেন কথা তো দূরে থাক, নিলামেও কেনেনি শাহরুখ খান। গিলকে মেগা নিলামের আগে ৭ কোটিতে কেনে নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাট লায়ন্স। সেই গিল এখন আইপিএল কাঁপিয়ে দিচ্ছেন। গতকাল, পঞ্জাব কিংসের বিরুদ্ধে গিল রান তাড়া করতে নেম ৫৯ বলে ৯৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন।
ম্যাচের সেরা হন গিল। এর আগে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। দিল্লির বিরুদ্ধে গিল করেছিলেন ৪৬ বলে ৮৪ রান। তার মানে গত দুটি ইনিংসে গিলের ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৯০। গত দুটি ম্যাচে তিনি করেছেন ১৮০ রান। আর ভয়ঙ্কর তথ্য হল চলতি আইপিএলে ১০৫টা বল খেলেছেন তিনি, তাতে ডট বল ১৭টি। আরও পড়ুন: কোরিয়ান কেরামতিতে ফের হার সিন্ধুর
গিলের এই ব্যাটিং দেখে নিশ্চই হাত কামাড়াচ্ছেন নাইট রাইডার্স সমর্থকরা। শাহরুখ খানের দল গিলকে রিটেন না করায় অনেকেই হতাশ হয়েছিলেন। গিলকে নিয়ে সবার আগে ঝাঁপায় গুজরাট লায়ন্স। এর সুফল তারা পাচ্ছে। গিলের পাশাপাশি দীনেশ কার্তিককে নিয়েও আফশোস থাকবে কলকাতার সমর্থকদের। কারণই দীনেশ কার্তিকও বেঙ্গালুরুকে শেষ দুটি ম্যাচে দারুণ খেলে জিতিয়েছেন।