Shreyas Iyer. (Photo Credits: BCCI)

কেকেআর-এর অধিনায়ক তথা ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার চেয়েছিলেন এখন পিঠের নিচের অংশের চোটের জন্য অপারেশন করাবেন না। আইপিএলের শেষের দিকের কটা ম্যাচ আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে মরিয়া শ্রেয়স চেয়েছিলেন ওষুধ খেয়েই ফিট হবেন। কিন্তু ডাক্তারদের সঙ্গে কথা বলে চোটের হাল বুঝে শ্রেয়স এখনই অপারেশন করানোর সিদ্ধান্ত নিলেন। আর তাই চলতি আইপিএলের পাশাপাশি জুনের ৭ তারিখ থেকে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না তিনি।

সব ঠিকঠাক থাকলে দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে দেখা যাবে শ্রেয়সকে। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে চতুর্থ টেস্টে চোট অনুভব ব্যাট করতে পারেননি শ্রেয়স। তারপর থেকে তিনি আর মাঠে নামতে পারেননি। আরও পড়ুন- সারলেন না চোট, আইপিএল শেষ রজত পাতিদারের

কেকেআর আশায় ছিল শ্রেয়সকে হয়তো শেষের দিকে পাওয়া যেতে পারে। সেই আশায় নীতীশ রানাকে অস্থায়ী অধিনায়ক করা হয়েছিল। কিন্তু কেকেআর-কে এবার হতাশ করল আসল অধিনায়কের চোট। জশশ্রীত বুমরা, ঋষভ পন্থের পর শ্রেয়সকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না পাওয়াটাও বড় ধাক্কার টিম ইন্ডিয়ার কাছে। কারণ মিডল অর্ডারে ফর্ম থাকা আইয়ারকে প্রয়োজন ছিল রোহিত শর্মার। যেখানে তাঁর অনুপস্থিতিতে একেবারেই খারাপ খেলছেন সূর্যকুমার যাদব।