Shubman Gill, Shryeas Iyer Scored Century. (Photo Credits: X)

বিশ্বকাপের আগে অবিশ্বাস্য ফর্মে ভারতীয় দল। শ্রীলঙ্কাকে ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট করে এশিয়া কাপ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। এরপর আজ, রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্য়াট করতে নেমে রানের পাহাড় গড়ছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে জোড়া সেঞ্চুরি করলেন ওপেনার শুবমন গিল ও চোট সারিয়ে ফেরা শ্রেয়স আইয়ার। দলের ১৬ রানের মাথায় অজি পেসার জোস হ্যাজেলউডের বলে আউট হন ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়।

সেখান থেকে জুটি বেঁধে গিল-আইয়ার অজি বোলিংকে নিয়ে ছেলেখেলা করেন। ৯০ বলে ১০৫ রান করে আউট হন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, আর বছর তার সপ্তম সেঞ্চুরি হাঁকানো শুবমন গিল আউট হন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলে। দ্বিতীয় উইকেটে গিল-আইয়ার ১৬৩ বলে ঠিক ২০০ রান যোগ করেন।

এশিয়া কাপের গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার পর চোটের কারণে আর খেলতে পারেননি আইয়ার। এরপর মোহালিতে গত ম্য়াচে অজিদের বিরুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। সূর্যকুমার যাদব মোহালিতে ভাল খেলায় চাপ বাড়ছিল শ্রেয়সের ওপর। কিন্তু পরিসংখ্যানের বিচারে সাম্প্রতিককালে ভারতের সেরা ওয়ানডে ব্যাটার আইয়ার আবার প্রমাণ করলেন কেন তিনি সেরা। ২৮ বছরের শ্রেয়সের এটি তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। মিডল অর্ডারে নামায় তাঁর সেঞ্চুরি সংখ্যা বেশী নয়। কিন্তু কার্যকরীতা, ম্যাচ জেতানো ইনিংস, ক্রাইসিস ম্যানের বিচারে তিনি সত্যি সেরা।

অন্যদিকে, সব কিছুকে ছাপিয়ে যাচ্ছেন শুবমন গিল। ৩৫তম ওয়ানডে ইনিংসে ১৯১৭ রান করা গিল নয়া নজির গড়লেন। ওয়ানডে-র ইতিহাসে ৩৫টা ইনিংস খেলে সর্বকালের সেরা এখন গিলই। চলতি বছর ওয়ানডে-তে গিল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ও ডবল সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে ৬৩ বলে ৭৪ রান করেছিলেন ২৪ বছরের গিল।