ICC World Cup 2019: শিখর ধাওয়ান-এর বিশ্বকাপ শেষের জল্পনা! তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ক্রিকেট থেকে, বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
File Image of Shikhar Dhawan (Photo Credits: Getty)

লন্ডন, ১১ জুন: Shikhar Dhawan Ruled Out। আশঙ্কটাই সত্য়ি হল। বিশ্বকাপ ২০১৯-এর মাঝে বড় ধাক্কা খেল ভারত। গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা শিখর ধাওয়ান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। অজি ম্যাচে ধাওয়ানের চোট পাওয়া বাঁ-হাতের বুড়ো আঙুলের স্ক্যানের পর দেখা যায় আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁর সেরে ওঠার সম্ভাবনা নেই। তবে ধাওয়ান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেটা এখনও নিশ্চিত করে বলছে না বোর্ড। বরং বলা হচ্ছে দিল্লির বাঁ হাতি ওপেনার সামনের দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন।  সেঞ্চুরি করা কোনও ব্যাটসম্য়ানকে বিশ্বকাপের মাঝে এভাবে হারানো বেশ বড় ধাক্কা বিরাট কোহলির।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রানের ইনিংসের পর আর মাঠে নামতে পারেননি ধাওয়ান। তাঁর জায়গায় পঞ্চাশ ওভারই ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা। আগামী বৃহস্পতিবার নটিংহ্যামে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ধাওয়ানের পরিবর্তে প্রথম একাদশে খেলতে পারেন বিজয় শঙ্কর। ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। আরও পড়ুন-ICC World Cup 2019: ভারত থেকে ইংল্যান্ড- বাংলাদেশ, দশটি দল এখন কোন জায়গায় দাঁড়িয়ে

ধাওয়ান-রোহিতের ওপেনিং জুটিটা চলতি বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র ছিল। এশিয়া কাপ থেকে বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সাম্প্রতিক সাফল্যের পিছনে ধাওয়ান-রোহিতের ওপেনিং জুটির বড় ভূমিকা ছিল। এখন আবার কোহলিকে নতুন ওপেনিং কম্বিনেশনের দিকে তাকিয়ে থাকতে হবে।