মুম্বই, ৩০ জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলে ব্যাক আপ হিসেবে ডাক পেলেন শাহরুখ খান (Shahrukh Khan)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলে নির্বাচকদের গুড বুকে থাকা তামিলনাড়ুর ব্যাটসম্যান শাহরুখের পাশাপাশি ব্যাক আপ হিসেবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে রাখা হল বাঁ হাতি স্পিনার আর সাই কিশোর (R Sai Kishore)-কেও। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলাকালীন বা তার আগে টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকা কোনও ক্রিকেটার বা ক্রিকেটারদের করোনা হলে ব্যাক আপে থাকা তামিলনাড়ুর দুই ক্রিকেটার শাহরুখ খান, সাই কিশোরদের দলে নেওয়া হবে।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের পরেই কলকাতায় তিন ম্যাচের টি-টোয়ন্টিতে খেলবে এই দুই দল। শাহরুখ, সাই কিশোর দুটো সিরিজেই ব্যাক আপ হিসেবে থাকছেন। আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে কোন দল
মাস দুয়েক আগে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টির ফাইনালে শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন শাহরুখ খান। ফিনিশার হিসেবে তিনি এখন ঘরোয়া ক্রিকেটে সেরা ব্যাটসম্যান, এমন কথা বলছেন বিশেষজ্ঞরা। আইপিএলে প্রীতি জিন্টার পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে নজরে আসেন শাহরুখ খান। নিজের নামের পাশাপাশি কিছু ক্যামিও ইনিংস খেলে মাঠের পারফরম্যান্সেও নজর কাড়েন। তার ফলে একেবারে জাতীয় দলের দোরগড়ায় কড়া নাড়ছেন শাহরুখ।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে বেশ নজর কাড়া স্পিনার সাই কিশোর গত বছর শ্রীলঙ্কা সফরে নেট বোলার হিসেবে ডাক পেয়েছিলেন। কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দ স্পিনার সাই কিশোর এখন নির্বাচকদের নজরে আছেন। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজে স্পিনার হিসেবে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, রবী বৈষ্ণুই। পাশাপাশি স্পিনার অলরাউন্ডার হিসেবে আছেন দীপক হুডা।