Pakistan Team (Photo Credit: Pakistan Cricket/ X)

ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে অস্বস্তিতে বাংলাদেশ। মাত্র ৬ রানের মধ্যে দুই উইকেট হারায় বংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির বলে আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আফ্রিদির তার পরের ওভারে এসে আউট করেন নাজমুল হোসেন শান্তো (৪)-কে। এদিনে, ইডেনে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শততম উইকেট নেওয়ার নজির গড়লেন ২১ বছরের পাক তারকা পেসার আফ্রিদি।

দেখুন পরিসংখ্যান

মুশফিকুর রহিমও দ্রুত আউট হয়ে যান। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ইডেনে দুপুরেই বাংলাদেশের ইনিংসে যেন রাত নেমে আসে। এরপর অবশ্য লিটন দাস-মেহমুদল্লা চতুর্থ উইকেটে ধাক্কা সামলে দিচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সমর্থকদের স্বস্তিতে দেওয়ার মুখে ইফতিকার আহমেদের বলে আউট হয়ে যান লিটন দাস (৪৫)।

হাফ সেঞ্চুরি করে পূর্ণ করে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লড়ছেন মেহমদুল্লা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সপ্তাহে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন মেহমদুল্লা।