হারারে, ১ জুলাই: ক্যারিবিয়ান ক্রিকেটের অপমৃত্যু। বাছাই পর্বে গ্রুপ পর্বে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের পর সুপার সিক্সে আজ, শনিবার স্কটল্য়ান্ডের কাছে লজ্জার হারে বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। সুপার সিক্সে পর্বের তাদের প্রথম ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারল স্কটল্যান্ডের কাছে। প্রথমে ব্যাট করে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছিল সাই হোপের দল। জবাবে ৪৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় স্কটল্য়ান্ড। গ্রুপ লিগে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের কাছে হারায় সুপার সিক্সে সব ম্যাচ জিতলেও যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে ওঠা কঠিন ছিল।
তবে এদিন স্কটিশদের কাছে হারায় সাই হোপের নেতৃত্বে খেলা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পুরোপুরি 'হোপ-লেস' হয়ে গেল। অথচ আইপিএল থেকে শুরু করে দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অর্থে দাপিয়ে খেলছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। শুধু দেশের ক্রিকেট খেলতে এলেই তারা কেমন হয়ে যাচ্ছেন। আরও পড়ুন-ওয়ানডে ম্যাচে ১১ ওভার বল করলেন কিউই বোলার
বিশ্বকাপের চলতি বাছাই পর্বের খেলায় গ্রুপ লিগে জিম্বাবোয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল ৩৫ রানে, পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ক্যারিবিয়নরা হারে সুপার ওভারে। আর এদিন সুপার সিক্সের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ভিভ-লারার দেশের। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুটি ম্যাচ-(শ্রীলঙ্কা, ওমান )এর আর তাদের কাছে আরও কোন গুরুত্ব থাকল না। বাছাই পর্বে পাঁচটা ম্য়াচ খেলে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র আর নেপালের বিরুদ্ধে। গত বছর টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তার বছর পাঁচেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেনি তারা। এবার ক্য়ারিবিয়ান ক্রিকেটের ব্যর্থতার বৃত্ত সম্পূর্ণ হল।
দেখুন স্কোরবোর্ড
Zimbabwe, Netherlands and now Scotland beat West Indies in the @cricketworldcup qualifiers. #CricketTwitter #CricketWorldCup pic.twitter.com/AArjlEz2kQ
— Girish Bubna (@girishbubna) July 1, 2023
দেখুন টুইট
Scotland beat West Indies by 7 wickets to shatter WI World Cup Qualification hopes!
ICC CWC 23 will be played without 2 time CWC winners - West Indies!#CWC23#SCOvWI#CWCQ pic.twitter.com/8SoqYr2PMh
— Nilesh G (@oye_nilesh) July 1, 2023
এই প্রথম ওয়ানডে বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া। আগামী অক্টোবরে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা পেল না দু বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়ান ক্রিকেট দল। প্রথম তিনটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ক্রিস গেইলের দেশ এবার আর খেলতে পারবে না।
বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সের পয়েন্ট তালিকা
শ্রীলঙ্কা: ৬ পয়েন্ট, জিম্বাবোয়ে: ৬ পয়েন্ট, স্কটল্যান্ড: ৪ পয়েন্ট. নেদারল্যান্ডস: ২ পয়েন্ট. ওয়েস্ট ইন্ডিজ: ০ পয়েন্ট, ওমান: ০ পয়েন্ট।
(সুপার সিক্সের প্রথম দুটি দল বিশ্বকাপের মূলপর্বে খেলবে। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সুপার সিক্সে তাদের বাকি দুটি ম্য়াচের একটাতে জিতলেই বিশ্বকাপে খেলবে।)