আইপিএলে বিগ ব্রেকিং। আইপিএলের অন্যতম সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ন্সের (Mumbai Indians) নেতৃত্বে বদল। দীর্ঘ দশ বছরের রোহিত শর্মা(Rohit Sharma) জমানার অবসান। রোহিতের বদলে আগামী মরসুমে আইপিএলে আম্বানিদের মুম্বইকে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের জাতীয় দলের মতই মুম্বই ইন্ডিয়ন্সে নেতৃত্ব বদল হল। রোহিত শর্মার জায়গায় এখন আন্তর্জাতিক টি-২০-তে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন হার্দিক। তবে আইপিএলে নেতা রোহিতকে সরানোটা অনেক বেশ চমক। কারণ আইপিএলে অধিনায়ক রোহিতের সাফল্যের হার এমএস ধোনির কাছাকাছি।
পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে রাতারাতি সরিয়ে দিচ্ছেন আম্বানিরা। তাঁর পরিবর্তে আইপিএলে গত দুটো মরসুমে দলকে ফাইনালে তোলা অধিনায়ক হার্দিককে দায়িত্ব তুলে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ন্স। চেন্নাই মানে ধোনি, আর মুম্বই মানেই রোহিত এমন মিথটা এবার ভেঙে গেল। দীর্ঘদিনের অধিনায়ক রোহিতকে আর নেতৃত্বে রাখল না আরবসাগরের তীরের ফ্র্যাঞ্চাইজি। আরও পড়ুন-এক নজরে আগামী বছরের ভারতের ক্রিকেট সূচি
২০১৩ সাল থেকে মুম্বইয়ের নেতৃত্বে দেন রোহিত। তার আগের পাঁচটা আইপিএলে খেতাবহীন ছিল মুম্বই। রোহিত দায়িত্ব নেওয়ার বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। এরপর রোহিতের নেতৃত্বে গত দশ বছরে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন হয় আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি। এত ঈর্ষণীয় পারফরম্যান্সের পরেও রোহিতকে কেন সরতে হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গুজরাট টাইটান্স থেকে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন হল হার্দিকের। ২০২২ আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়ে গুজরাটকে আইপিএল খেতাব এনে দিয়েছিলেন হার্দিক। তার পরের বছর মানে গতবার হার্দিক গুজরাটকে ফাইনালে তুলেছিলেন।
২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকায় হার্দিককে কেনে মুম্বই। এরপর ২০২১ সাল পর্যন্ত হার্দিক মুম্বইয়েই ছিলেন। কিন্তু এরপর মুম্বই তাঁকে ছেড়ে দেওয়ার পর হার্দিককে কেনে গুজরাট টাইটান্স। হার্দিককে নেতৃত্ব দিয়ে আইপিএলে বড় সাফল্য পায় গুজরাট। দু বার খেলে একটি খেতাব সহ দু বার ফাইনালে খেলে গুজরাট। এরপর ক দিন আগে আইপিএলে খেলোয়াড়দের নিলামে ধরে রাখার তালিকা প্রকাশের ঠিক পরেই হার্দিককে গুজরাটের থেকে সাড়ে ১৭ কোটিতে কিনে নেয় মুম্বই। শোনা গিয়েছল, হার্দিক নিজেই গুজরাট টাইটান্স কর্তৃপক্ষকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন।