টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) চ্যাম্পিয়ন হতে আর ঠিক দু ম্যাচ দূরে বে ভারতীয় (Team India) দল। আগামিকাল প্রতিপক্ষ ইংল্যান্ড (England) এর বিরুদ্ধে সেমিফাইনালের আগে অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মার চোট কিছুটা আতঙ্ক বাড়িয়েছিল। পুনরায় তিনি নেটে ফেরায় স্বস্তিও ছিল। আজ সাংবাদিক সম্মেলনে নিজের চোট নিয়ে বিবৃতি দিলেন রোহিত শর্মা। তিনি বলেন-গত কাল প্র্যাক্টিসে আমার চোট লেগেছিল। তবে আমি এখন ঠিক আছি।
I was hit yesterday but it seems to be fine now. There was a little bruise but it is absolutely fine now: Indian Captain Rohit Sharma on his injury during the practice session ahead of the Semi-Final match against England
(File pic) pic.twitter.com/4JlAMGKhAE
— ANI (@ANI) November 9, 2022
রোহিত আইসিসির সাংবাদিক সম্মেলনে সূ্র্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে বলেন, ও এমন একজন, যে কোনও চাপ নিয়ে নামে না। দলের স্কোর যাই থাক, অর্থাৎ ১০-২ হোক বা ১০০-২, ও নিজের মতোই খেলতে ভালোবাসে। ও এখানে পরিণত ক্রিকেটও খেলছে। নিজের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার। বাকি ব্যাটারদের চাপ কমিয়ে দেয়। ও ছোট বাউন্ডারি পছন্দ করে না। বড় মাঠে, গ্যাপ বের করতে ওর কাছে সুবিধা হয়।
Suryakumar Yadav has it in him to take responsibility. He has shown a lot of maturity and it rubs off on other players batting with him. He likes playing on the big ground and not shorter grounds because he can't see the gaps. Sky is the limit for him: Indian Captain Rohit Sharma
— ANI (@ANI) November 9, 2022