আরও একবার ফাইনালে হার। আরও একবার আইসিসি ট্রফির নক আউটে হার ভারতের। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার অজিদের কাছে বিপর্যস্ত হতে হল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। ১০টা ম্যাচ অনায়াসে জিতে ফাইনালে ভরাডুবি হৃল ভারতের। আমেদাবাদে অজিদের কাছে হারের পর চোখের জল ধরে রাখতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মার। ১২ বছর বাদে এমএস ধোনির পর দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল অধিনায়ক রোহিতের কাছে। কিন্তু সৌরভ গাঙ্গুলির মত স্বপ্নভঙ্গ হল রোহিতের।
হারের পর কাঁদতে কাঁদতে কোচ রাহুল দ্রাবিড়কে জড়িয়ে ধরলেন রোহিত। মহম্মদ সিরাজ,কুলদীপ যাদবকেও কাঁদতে দেখা গেল। ফাইনালে দুরন্ত হাফ সেঞ্চুরি করেও হারের মুখ দেখা কোহলি মাঠে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। ভারতীয় ক্রিকেটারদের সান্তনা দেওয়ার মত কাউকে পাওয়া গেল না।
দেখুন ভিডিয়ো
ROHIT CRYING ||
#Australia #INDvsAUS #IsraelAttack #IndiaVsAustralia #Karma #ViratKohli #RohitSharma #CWC23Final pic.twitter.com/APwOtSwhxF
— CURIOUS XPLORER (@XplorerCurious) November 19, 2023
২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল (প্রতিপক্ষ শ্রীলঙ্কা), ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ), ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল (নিউ জিল্য়ান্ড), ২০২১ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল (নিউ জিল্যান্ড), ২০২২ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (অস্ট্রেলিয়া), ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (ইংল্যান্ড)। আইসিসি ট্রফিতে নক আউটে হারের ধারা অব্যাহত থাকল। এদিন আরও পরিষ্কার হয়ে গেল, ভারতীয় দলে মানসিক চাপ কাটিয়ে উঠতে পারছে না। বোর্ডের কাছে এখন চ্য়ালেঞ্জ টিম ইন্ডিয়ার জন্য বিশেষ মনোবিদের ব্যবস্থা করা।
রবিবার আমেদাবাদে শুবমন গিল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদের শরীরভাষা বলে দিল বড় ম্যাচে দলটা মানসিক চাপ নিতে পারছে না। নক আউটে চাপ নিতে না পারার সমস্যাটা ধোনির আমল থেকে শুরু হয়েছে কোহলির জমানায় সমস্যাটা বিরাট হয়ে দেখা গিয়েছিল। রোহিত নেতৃত্ব নেওয়ার পর সেই সমস্যাটা আরও ছড়িয়ে পড়েছে।