আর ক দিন পরেই তিনি বড় অগ্নিপরীক্ষায় বসতে চলেছেন। সেপ্টেম্বরে এশিয়া কাপ, তারপর অক্টোবরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ১২ বছর পর ভারতের সামনে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ সময়ে সপরিবারে তিরুপতি বালাজি মন্দিরে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরো রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্ধপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে রোহিতকে দেখা গেল স্ত্রী ঋতিকা সাজদেহ ও তার মেয়েকে। ঋতিকার কোলে মাথা দিয়ে শুতে দেখা গেল তাদের কন্যা সামাইরাকে। সামাইরার বয়স সাড়ে ৪ বছর। রোহিত- ঋতিকা নিষ্ঠাসহ আধ ঘণ্টা ধরে বালাজির পুজো দিলেন বলে তিরুপতি মন্দিরের এক পুজারি জানিয়েছেন। তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিয়ে ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। রোহিত কি ট্রফির খোঁজে তিরুপতিতে গেলেন!
দেখুন ছবিতে
Rohit Sharma & his family at Tirupathi Balaji Temple ahead of Asia Cup. #RohitSharma𓃵#hitman #ViratKohli #INDvWI
- Beautiful pictures. pic.twitter.com/pLTAvl3ebx
— PRADEEP (@pradeepp2405) August 13, 2023
টিম ইন্ডিয়া এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট-২০ সিরিজে খেলছে। রোহিত, বিরাটদের বিশ্রাম দিয়ে যশস্বী জয়সওয়াল, তিলক ভর্মা-দের মত প্রতিশ্রুতিমান জুনিয়রদের সুযোগ দেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলবেন না। রোহিতের পাশাপাশি আয়ারল্যান্ডে যাচ্ছেন না হার্দিক পান্ডিয়া। হার্দিকের পরিবর্তে দেশকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমররা। এশিয়া কাপের প্রথম ম্য়াচে রোহিত শর্মার দল নামছে ২ সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কায়।