আন্তর্জাতিক এবং ঘরোয়া সার্কিটে ২০ বছর খেলার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা । আজ (১৪ সেপ্টেম্বর) টুইটারে তিনি এই ঘোষণা করে লিখেলেন:
"আমার দেশ এবং আমার রাজ্য কর্ণাটকের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে বড় সম্মানের বিষয়। যাইহোক, সমস্ত ভাল জিনিসের অবসান হওয়া উচিত, এবং কৃতজ্ঞ চিত্তে আমি সব ধরণের ভারতীয় ক্রিকেটের ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে ধন্যবাদ।"
It has been my greatest honour to represent my country and my state, Karnataka. However, all good things must come to an end, and with a grateful heart, I have decided to retire from all forms of Indian cricket.
Thank you all ❤️ pic.twitter.com/GvWrIx2NRs
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) September 14, 2022
যে আইপিএল দলে তিনি এখন পর্যন্ত খেলেছেন সেইসব দলগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এমএস ধোনির চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দলে থাকার সময় তিনি ২বার আইপিএলের শিরোপাও জিতেছেন।
উথাপ্পা ভারতের হয়ে ৪৬ টি একদিনের ম্যাচ ও ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন যেখানে ৯৩৪ এবং ২৪৯ রান করেছেন। তবে আইপিএলে র ম্যাচে উথাপ্পা ছিলেন একজন কিংবদন্তি খেলোয়াড়, যিনি ২০৫ টি ম্যাচ খেলে ৪৯৫২ রান করেছেন যার মধ্যে ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।