SA vs IND 2nd T20I: জোড়া শূন্যের মেঘ সরিয়ে উঠল সূর্য, অবিশ্বাস্য ইনিংস রিঙ্কু সিংয়ের
Rinku Singh (Photo Credit: BCCI/ X)

যশস্বী জয়সওয়াল, শুবমন গিল- দুই ওপেনার যথাক্রমে ৩ বলে ও ২ বলে শূন্য রানে আউট হওয়ার সময় মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা বৃষ্টির পর লজ্জার কালো মেঘে ঢাকা হবে। কিন্তু ২ ওভারে শূন্য রানে ২ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ১৯.৩ ওভারে করল ৭ উইকেটে ১৮০ রান।

বৃষ্টি আসায় ভারতীয় ইনিংসের তিন বল বাকি থাকতে বন্ধ করে দিতে হয় খেলা। সৌজন্যে আইপিএলের নাইট রাইডার্সের সুপার হিরো রিঙ্কু সিং। কঠিন জায়গা থেকে ব্যাট করতে নেমে রিঙ্কু  এমন ইনিংস খেলে দিলেন, যা এক কথায় অবিশ্বাস্য। ৩৯ বলে ৮৬ রানে অপরাজিত থাকলেন রিঙ্কু। শেষ ওভার ৪ ছক্কার কেকেআর হিরো মারলেন ৯টি বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি।  দারুণ ইনিংস খেললেন অধিনায়ক সূর্যকুমার যাদব (৩৬ বলে ৫৬ রান)। সূর্য মারলেন ৫টি বাউন্ডারি, ৩টি ওভার বাউন্ডারি।

রিঙ্কুর ছক্কায় ভাঙল মিডিয়া বক্সের কাঁচ

শেষের দিকে রবীন্দ্র জাদেজা (১৪ বলে ১৯) ভাল ইনিংস খেললেন। তিনে নেমে তিলক ভর্মা (২০ বলে ২৯) কার্যকরি ইনিংস খেললেন।