অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করল ১৪৭ রান। এই ম্য়াচে যারাই জিতবে তারাই টি-২০ সিরিজে জিতবে। মানে পুণেতে এদিন ১৪৮ রান করলে সিরিজ জিতবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মহিলা দল। আর তার আগে আটকে দিলে টেস্টের পর দেশের মাটিতে টি-২০-তে অজিদের হারিয়ে সিরিজ জিতবে হরমনপ্রীত কৌর ব্রিগেড।
ভারতের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। চাপের মুখে পাঁচে ব্যাট করতে নেমে শিলিগুড়ির মেয়ে রিচা ২৮ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। রিচা ৩টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি মারেন। শুরুটা বেশ ভাল করছিলেন ভারতীয় মহিলা দলের দুই ওপেনার-শেফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। কিন্তু দলের ৪.৪ ওভারে ৩৯ রান থাকা অবস্থায় আউট হন শেফালি (১৭ বলে ২৬)।
দেখুন রিচার শট
Richa Ghosh is a Box office player.
- What a player, She's Absolute Star! ⭐pic.twitter.com/yHO5ymdhpg
— CricketMAN2 (@ImTanujSingh) January 9, 2024
এরপর স্মৃতি হাত খুলে মারার চেষ্টার পর ভারতীয় ইনিংসে ধস নামে। পরপর আউট হন জেমাইমা রডরিগেজ (২) ,স্মৃতি (২৯), ও হরমনপ্রীত কৌর (৩)। বিনা উইকেটে ৩৯ থেকে, ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল ভারত। সেখান থেকে দীপ্তি শর্মা (১৪), আমনজোত কৌর (১৭ অপরাজিত)-দের নিয়ে লড়ে দলকে লড়ার মত জায়গায় নিয়ে যান রিচা।