Simran Sheikh in WPL 2023 Photo Credit: Twitter

মুম্বই, ২০ মার্চ: পুরুষদের মত মহিলাদের আইপিএলেও ব্যর্থতার ধারা অব্য়াহত রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর। মহিলাদের প্রথম আইপিএলে রাউন্ড রবীন লিগ থেকেই বিদায় নিল স্মৃতি মন্ধনা, এলসি পেরি, রিচা ঘোষের মত তারকা ক্রিকেটার খচিত আরসিবি।

এদিন তাহিলা ম্যাকগ্রার দুরন্ত ৫৭ রানের ইনিংসের সৌজন্যে ওয়ারিয়র্সদের জয়ে পাঁচ দলের মহিলাদের আইপিএলে কোন তিনটি দল প্লে অফে খেলবে তা ঠিক হয়ে গেল- মুম্বই ইন্ডিয়ন্স (১০ পয়েন্ট), দিল্লি ক্যাপিটালস (৮ পয়েন্ট), ইউপি ওয়ারিয়র্স (৮ পয়েন্ট)। বিদা নিল আরসিবি ও গুজরাট জায়েন্টস।

দেখুন টুইট

দেখুন টুইট

সোমবার ব্রাবোর্ন স্টেডিয়ামে গুজরাটকে উত্তেজক ম্যাচে ১৭৮ রান ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্স ( ৭ ম্যাচে ৮)। ফলে ৭ ম্যাচে ৪ পয়েন্টে থাকা আরসিবি মহিলা দলের আর প্লে অফে ওঠার কোনো সম্ভাবনা থাকল না। আরসিবি-র মত গুজরাট জায়েন্টসও (৮ ম্যাচে ৮) বিদায় নিল।