RCB in IPL Final 2025. (Photo Credits:X)

PBKS বনাম RCB: শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসকে উড়িয়ে আইপিএলের ফাইনালে উঠে গেল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার ফাইনালে পঞ্জাবকে মাত্র ১০১ রানে অল আউট করে, সেই রান মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে তুলে জিতে নিল বেঙ্গালুরু। দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে খেলবে RCB। মঙ্গলবার আমেদাবাদে চতুর্থবার আইপিএলের ফাইনালে খেলতে নামবে বিরাট কোহলির বেঙ্গালুরু। ২০০৯, ২০১১, ২০১৬-র পর ২০২৫ আইপিএলের ফাইনালে খেলবে বেঙ্গালুরু। কখনও আইপিএল জিততে না পারার আক্ষেপটা মেটানোর সুযোগটা আবারও আসছে কোহলির কাছে। আইপিএলের ফাইনালে ২০০৯ সালে ডেকান চাজার্স, ২০১১-তে চেন্নাই, ২০১৬-তে সান রাইজার্সের কাছে হেরে খেতাব অধরা রয়েছে কোহলির। সবে টেস্ট থেকে অবসরের পর কোহলি কি পারবেন 'অধরা মাধুরী' জিততে?

চতুর্থবার আইপিএলের ফাইনালে কোহলিরা

রবিবার আমেদাবাদে কোয়ালিফায়ার টু-তে ঠিক হবে ফাইনালে কোহলিদের প্রতিপক্ষ কে হবে। এদিন হারায় কোয়ালিফায়ার টু-তে খেলবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব। এবার কোয়ালিফায়ার টু-তে পঞ্জাবের বিরুদ্ধে কে খেলবে শুক্রবার, গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচের জয়ী দল।

লো স্কোরিং ম্য়াচে সল্ট আর আরসিবি-র বোলারদের দাপট

কম রান তাড়া করতে নেমে ২৭ বলে ৫৬ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেললেন আরসিবি-র ব্রিটিশ ওপেনার ফিল সল্ট (Phil Salt)। কোহলি (১২) দ্রুত ফিরলেও জয় সহজেই আসল বেঙ্গালুরু-র। বৃহস্পতিবার মুল্লানপুরে প্রীতি জিন্টার গড়ে একেবারে একপেশে খেলা হয়। দুই দলের মিলিয়ে মাত্র ২৪ ওভারেই শেষ হয়ে গেল খেলা। পঞ্জাব অল আউট হয়ে যায় ১৪.১ ওভারে আর বেঙ্গালুরু সেই রান তুলল ১০ ওভারে। এবারের আইপিএলে সবচেয়ে আকর্ষণীয় ব্যাটিং করা দুই দলের ম্য়াচ শ্রেয়সদের জঘন্য পারফরম্য়ান্সে লো স্কোরিং হল।

ফাইনালে দুরন্ত ব্য়াটিং সল্টের

একেবারে খারাপ ব্যাটিং করেন শ্রেয়স আইয়ার-রা

এদিন, মুল্লানপুরে শ্রেয়স আইয়ারের ইনিংস মাত্র ৮৫ বলেই শেষ হয়ে যায়। লিগ পর্যায়ে অবিশ্বাস্য ব্যাটিং করা পঞ্জাবের ব্যাটাররা এদিন স্নায়ুর চাপের লড়াইয়ে ভেঙে পড়েন। বৃহস্পতিবার মুল্লানপুরে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস মাত্র ১০১ রানে অল আউট হয়ে গেল।৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে বিরাট কোহলির বেঙ্গালুরুকে করতে হবে ১০২ রান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জাবের সবাই এদিন খারাপ ব্যাটিং করেন। মাত্র তিনজন দু অঙ্কের রান করেন- মার্কস স্টোয়নিস (২৬), প্রভসিমরণ সিং (১৮) ও আঝমাতুল্লা ওমরঝাই (১৮)। শেষের দিকে আঝমাতুল্লা ১৮ রানের ইনিংস না খেললে শ্রেয়সদের রান একশো পাড় হত না। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ রানে হ্যাজেলউডের বলে আউট হন। এই ম্যাচে হারলেও পরাজিত দলের কাছে ফাইনালে ওঠার সুযোগ থাকবে।