চলতি বছর আইপিএলে টানা পাঁচটা ম্যাচে হারল দিল্লি ক্যাপিটলস। অধিনায়ক ঋষভ পন্থের না থাকাটা দিল্লিকে তাদের সবচেয়ে খারাপ আইপিএল পারফরম্যান্সের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলা দিল্লিকে ২৩ রানে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরসুমে এখনও জয়ের মুখে দেখেনি ওয়ার্নারের দল। অন্যদিকে, টানা দু ম্যাচে হারের পর দিল্লিকে বধ করে জয়ে ফিরল আরসিবি।
বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি প্রথমে ব্যাট করে ৬ উইকেটে হারিয়ে তোলে ১৭৪ রান। বিরাট কোহলি ৩৪ বলে ৫০ রান করেন। তবে ফাফ দু প্লিসস (২২), গ্লেন ম্যাক্সওয়েল (২৪)-রা তেমন কিছু করতে পারেননি। শেষের দিকে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ (১২ বলে ২০ রান অপরাজিত) কার্যকরী ইনিংস খেলেন। আরও পড়ুন-
জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থার খবর প্রকাশ বিসিসিআইয়ের
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানের মধ্যে তিন উইকেট হারায় দিল্লি। তারপর ৫৩ রানের মধ্য়ে চলে যায় দিল্লির অর্ধেক ইনিংস। হার সেখানেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মণীশ পান্ডে (৫০), অক্ষর প্যাটেল (২১)-রা শেষের দিকে ভাল খেলে দলকে লজ্জা বাঁচালেও, হার এড়াতে পারেননি। ১৭৪ রানের জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে দিল্লি করে ১৫১ রান। দিল্লির হয়ে খেলা বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (৫) রান পাননি। আরবসিবি-র ২৬ বছরের পেসার বিজয়কুমার বৈশাখ ২০ রানে ৩ উইকেট নেন।