IPL 2022: তিন ম্যাচ পর জিতে প্রথম চারে ঢুকে পড়ল বেঙ্গালুরু, বিরাটদের কাছে ধোনিরা বিদায়
Virat Kohli. (Photo Credits: Facebook)

পুণে, ৪ মে: টানা তিন ম্যাচের হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বুধবার আইপিএলের রাউন্ড রবীন লিগের ম্যাচ পুণেতে মহেন্দ্র সিং ধোনিদের ১৩ রানে হারিয়ে বিরাটরা পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়লেন। ১১ ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট দাঁড়াল ১২। এক ম্যাচ কম খেলে সম সংখ্যাক পয়েন্ট পেয়ে নেট রানরেটের ভিত্তিতে রাজস্থান রয়্যালস তিনে আছে। অন্যদিকে, বেঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএল থেকে গতবারের চ্যাম্পিয়ন ধোনিদের বিদায় নিশ্চিত হল। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ধোনিরা লিগে তাদের বাকি চারটি ম্যাচে জিতলেও প্লে অফে ওঠার সুযোগ পাবেন না।

এদিনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি করে ৮ উইকেটে ১৭৩ রান। বিরাট কোহলি ৩৩ বলে করেন ৩০ রান। অধিনায়ক ফাফ দুপ্লেসি (২২ বলে ৩৮ রান) ভাল ইনিংস খেলেন। তবে বেঙ্গালুরু ইনিংসকে সেরা ব্যাটিংটা করেন মহিপাল লোমরোর (২৭ বলে ৪২ রান)। শেষের দিকে দীনেশ কার্তিক ১৭ বলে ২৬ রানের ভাল ইনিংস খেলেন। আরও পড়ুন: 

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় ও ডেভন কনওয়ে। গত ম্যাচে ৯৯ রানে আউট হওয়া ঋতুরাজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু সেট হয়ে শাহবাজ আহমেজের বলে ঋতুরাজ (২৮) আউট হওয়ার পরই চেন্নাইয়ের ইনিংসে ধস নামে। ঋতুরাজের আউটের পর পরপর প্যাভিলিয়নে ফিরে যান রবীন উথাপ্পা (১), আম্বাতি রায়াডু় (১০)। এরপর কনওয়ে-মইন আলি প্রতিরোধ গড়তে শুরু করেন। কিন্তু এরপর কনওয়ে (৩৭ বলে ৫৬) ফিরতেই ফের ধস নামে চেন্নাইয়ের ইনিংসে। জাদেজা (৩), মইন আলি (৩৪), এমএস ধোনি (২) দলের সেরা তিন ফিনিশার ১৪ বলের মধ্যে আউট হয়ে যান। শেষ অবধি চেন্নাই নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৬০ রান। ৩৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিক হন বেঙ্গালুরুর পেসার হর্ষল প্যাটেল।

বিরাট কোহলি-ফাফ দু প্লেসি-দের রাউন্ড রবীন লিগে বাকি থাকল আর ৩টি ম্যাচ। বিরাটদের জয়ে প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (১০ ম্যাচে ৮ পয়েন্ট)। পয়েন্ট তালিকায় প্রথম তিনটে স্থানে এখন গুজরাট টাইটান্স (১০ ম্যাচে ১৬), লখনৌ সুপার জায়েন্টস (১০ ম্যাচে ১২), রাজস্থান রয়্যালস (১০ ম্যাচে ১২)। রাউন্ড রবীন লিগে সব দল ১৪টি করে ম্যাচ খেলবে।