কলম্বো, ১৫ সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্য়াটেই ধারাবাহিকভাবে তিনি ভাল খেলছেন। তিনি টিম ইন্ডিয়ার তুরুপের তাস, ক্রাইসিস ম্যান। কথাটা বলাই যায়। ভারতের সেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবার ওয়ানডে ক্রিকেটে বড় নজির গড়লেন। শুক্রবার কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপে সুপার ফোরের শেষ গুরুত্বহীন ম্যাচে উইকেট তুলে নিয়ে ওয়ানডে-র ইতিহাসে দেশের সপ্তম বোলার হিসেবে ২০০ উইকেটের ক্লাবে ঢুকলেন। বাংলাদেশের ব্যাটার শামিম হোসেনকে এলবি আউট করে জাদেজা ওয়ানডে-তে তাঁর ২০০তম উইকেটটি নিলেন। দেশের সপ্তম বোলার হিসেবে ওয়ানডে-তে ২০০ উইকেটে নিলেন জাদেজা।
ওয়ানডে-তে ভারতের জার্সিতে উইকেট সংগ্রহের রেকর্ডে জাদেজার আগে আছেন-১) অনিল কুম্বলে (৩৩৪টি উইকেট), ২) জাভাগল শ্রীনাথ (৩১৫টি উইকেট), ৩) অজিত আগরকর (২৮৮টি উইকেট), ৪) জাহির খান (২৮২টি উইকেট), ৫) হরভজন সিং (২৬৯ উইকেট) ও ৬) কপিল দেব (২৫৩টি উইকেট)। আরও পড়ুন-এশিয়া কাপের ফাইনালে মাহিশ থিকসানাকে ঘিরে অনিশ্চয়তা
দেখুন জাদেজার ২০০ মাইলফলকের সেই ভিডিয়ো
The moment when Jadeja completed 200 wickets in ODIs.
- A historic moment....!!!!!!!pic.twitter.com/uv4ulOrYpk
— Johns. (@CricCrazyJohns) September 15, 2023
৩৪ বছরের জাদেজা তাঁর ১৮২তম ওয়ানডে-তে বল করতে নেমে ২০০তম উইকেটটি সংগ্রহ করলেন। টেস্টে তাঁর ২৭৫টি উইকেটের পাশে ওয়ানডে-র ২০০টি উইকেটের পরিসংখ্যানটা কিছুটা ফিকে দেখালেও, অলরাউন্ডার জাড্ডু যে ওয়ানডে-তে টিম ইন্ডিয়ার বড় ভরসার তা বলার অপেক্ষা রাখে না। ২০০৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর ওয়ানডে-তে অভিষেক। সেই একই প্রতিপক্ষ, একই মাঠে ১৪ বছর পর জাদেজা পেলেন ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২০০তম উইকেট।