Ravichandran Ashwin: নেট দুনিয়ায় ভাইরাল হতেই আসরে ভারতীয় স্পিনার, জানালেন গন্ধবিচারের আসল কারণ

জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টসের পরে রোহিত শর্মা যখন সাক্ষাৎকারে ব্যাটিং করবেন নাকি বোলিং, নিজের পছন্দ জানাচ্ছেন, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে অশ্বিনের হাস্যকার এক কাজ। ওয়ার্ম-আপের সময় খুলে রাখা নিজের গেঞ্জি সতীর্থর পোশাকের সঙ্গে মিশে যায়। কোনটি যে তাঁর পোষাক, তা নিয়েই ধন্দে পড়েন অশ্বিন। তখন দু'টি পোশাক একে একে শুঁকে বুঝে যান কোনটি তাঁর নিজের। গন্ধ শুঁকে নিশ্চিত হওয়ার পরে একটিকে মাঠে ফেলে রেখে অপরটি হাতে নিয়ে সাজঘরের দিকে হাঁটা লাগান তিনি।

অশ্বিনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় মুহুর্তে, এমনকি হরভজন সিং কেও ভিডিও শেয়ার করতে দেখা যায়, তিনি টুইট করে লেখেন ‘কী গন্ধ পাচ্ছিস অ্যাশ?’

এরপরই আসরে নামেন অশ্বিন, তিনি ওই গন্ধ বিচারের আসল কারণ জানান। তিনি লেখেন-  প্রথমে তিনি জামার মাপ পরীক্ষা করেন। তারপর দেখেন যে কোন সাংকেতিক চিহ্ন আছে কিনা।  যখন নিজের পোশাক কোন ভাবেই চিহ্নিত করা সম্ভব হয় না, তখন তিনি গেঞ্জিতে নিজের পারফিউমের গন্ধ শুঁকে কোনটা তার পোশাক সেই ব্যাপারে নিশ্চিত হন।  টুইট করে তিনি ক্যামেরাম্যানকেও ইমোজি রি অ্যাক্ট ও করেন।