অভিমন্যু ঈশ্বরণ (Photo: Facebook)

রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) গ্রুপ পর্বের খেলা শেষ হল। এলিট পর্বে চারটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল কোয়ার্টার ফাইনালে উঠল। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল রঞ্জির ইতিহাসের সফলতম দল মুম্বই। মহারাষ্ট্র, তামিলনাড়ুও নক আউটে উঠতে পারল না।

গ্রুপ এ-থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা (৭ ম্যাচে ৩২)। ওডিশার কাছে শেষ ম্যাচে হারলেও ৪টে ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হলেন অভিমন্যু ঈশ্বরণরা। এই গ্রুপে রানার্স হল উত্তরাখণ্ড (৭ ম্যাচে ২৯)। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, রানার্স অন্ধ্রপ্রদেশ। গ্রুপ সি-তে কর্ণাটক গ্রুপ সেরা, দ্বিতীয় ঝাড়খণ্ড। গ্রুপ ডি-তে চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ, রানার্স পঞ্জাব। আরও পড়ুন-রাশিয়া খেললে ২০২৪ অলিম্পিক বয়কট ইউক্রেনের

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাইনআপ

৩১ জানুয়ারি, মঙ্গলবার: বাংলা বনাম ঝাড়খণ্ড

৩১ জানুয়ারি, মঙ্গলবার: সৌরাষ্ট্র বনাম পঞ্জাব

৩১ জানুয়ারি, মঙ্গলবার:কর্ণাটক বনাম উত্তরাখণ্ড

৩১ জানুয়ারি, মঙ্গলবার: মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ

গ্রুপ এ-র পয়েন্ট তালিকা

১) বাংলা (৩২ পয়েন্ট), ২)উত্তরাখণ্ড (২৯ পয়েন্ট) (দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠল)

৩) হিমাচল (২১ পয়েন্ট),৪) বরোদা (২১ পয়েন্ট), ৫) ওডিশা (১৪ পয়েন্ট)

৬) উত্তরপ্রদেশ (১৩ পয়েন্ট), ৭) হরিয়ানা (১৩ পয়েন্ট), ৮) নাগাল্যান্ড (২ পয়েন্ট)

গ্রুপে বাংলার ফলাফল

১৩ ডিসেম্বর থেকে শুরু- ইডেন

উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী

প্রথম ম্যাচ, ২০ ডিসেম্বর থেকে শুরু- ইডেন

হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ড্র। প্রথম ইনিংসে এগিয়ে তিন পয়েন্ট পায় বাংলা।

দ্বিতীয় ম্যাচ, ২৭ ডিসেম্বর থেকে শুরু-সোভিমা

নাগাল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ১৬১ রানে জয়ী

তৃতীয় ম্যাচ, ৩ জানুয়ারি থেকে শুরু- দেরাদুন

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ড্র। প্রথম ইনিংসে এগিয়ে তিন পয়েন্ট পায় বাংলা।

চতুর্থ ম্যাচ, ১০ জানুয়ারি থেকে শুরু-কল্যাণী

বরোদার বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী

পঞ্চম ম্যাচ, ১৭ জানুয়ারি থেকে শুরু- রোহতাক

হরিয়ানার বিরুদ্ধে ইনিংস ও ৫০ রানের জয়ী

ষষ্ঠ ম্যাচ ২৪ জানুয়ারি থেকে শুরু-ইডেন-

ওডিশার কাছে ৭ উইকেটে হার