IPL 2022: মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে চড়ে আইপিএল খেলতে মাঠে গেলেন সঞ্জু স্যামসন-রা
Sanju Samson (Photo Credits: IANS)

একেবারে ভিড়ে ঠাসা স্টেশন। মুম্বইয়ের লোকাল মানেই ট্রেনে তিল ধারনের জায়গা থাকে না। সেই লোকাল ট্রেনে চেপেই নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলে খেলতে গেলেন রাজস্থান রয়্যালস-এর ক্রিকেটাররা। আজ, শনিবার দুপুরে আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালস। কয়েক হাজার কোটি টাকার টুর্নামেন্টে কোটি কোটি টাকার ক্রিকেটারদের মুম্বইয়ের লোকালে দেখে তাজ্জব নেটিজেনরা। প্ল্যাটফর্ম থেকে রীতিমত লাফিয়ে একে একে ট্রেনে উঠলেন শেমরন হেটমায়ার, দেবদত্ত পাদিকল-রা।

আর না, না। চমকে যাবেন না। এসবই আসলে রাজস্থান রয়্যালসের ডিজিটালে চমক। রাজস্থান রয়্যালস টুইটারে এবার জমিয়ে দিচ্ছে। তেমনই এক মজার টুইটে আরআর-ফোটোশপ ব্যবহার অন্য যাত্রীদের মুখ কেটে তাতে তাদের দলের ক্রিকেটারদের মুখ কেটে বসিয়ে বোঝাতে চাইল তারা ম্যাচ খেলতে রওনা দিল।

দেখুন ভিডিও

মুম্বইয়ের ট্রেনের কথা বলে মজা করাও হল, আবার মুম্বইয়ের স্পিরিটের সম্মানও করা হল। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন- জস বাটলার, সঞ্জু স্যামসন, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের মত তারকা ক্রিকেটাররা।