একেবারে ভিড়ে ঠাসা স্টেশন। মুম্বইয়ের লোকাল মানেই ট্রেনে তিল ধারনের জায়গা থাকে না। সেই লোকাল ট্রেনে চেপেই নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলে খেলতে গেলেন রাজস্থান রয়্যালস-এর ক্রিকেটাররা। আজ, শনিবার দুপুরে আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স-রাজস্থান রয়্যালস। কয়েক হাজার কোটি টাকার টুর্নামেন্টে কোটি কোটি টাকার ক্রিকেটারদের মুম্বইয়ের লোকালে দেখে তাজ্জব নেটিজেনরা। প্ল্যাটফর্ম থেকে রীতিমত লাফিয়ে একে একে ট্রেনে উঠলেন শেমরন হেটমায়ার, দেবদত্ত পাদিকল-রা।
আর না, না। চমকে যাবেন না। এসবই আসলে রাজস্থান রয়্যালসের ডিজিটালে চমক। রাজস্থান রয়্যালস টুইটারে এবার জমিয়ে দিচ্ছে। তেমনই এক মজার টুইটে আরআর-ফোটোশপ ব্যবহার অন্য যাত্রীদের মুখ কেটে তাতে তাদের দলের ক্রিকেটারদের মুখ কেটে বসিয়ে বোঝাতে চাইল তারা ম্যাচ খেলতে রওনা দিল।
দেখুন ভিডিও
All roads & railway tracks lead to the DY Patil Stadium today. 🛤💗#HallaBol | #MIvRR pic.twitter.com/nIjjXzGn9p
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
মুম্বইয়ের ট্রেনের কথা বলে মজা করাও হল, আবার মুম্বইয়ের স্পিরিটের সম্মানও করা হল। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন- জস বাটলার, সঞ্জু স্যামসন, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের মত তারকা ক্রিকেটাররা।